Home /News /south-bengal /

ক্লাস রুমে কিশোর কুমারের 'রিমঝিম গিরে সাওয়ান' গেয়ে ভাইরাল মেদিনীপুরের খুদে

ক্লাস রুমে কিশোর কুমারের 'রিমঝিম গিরে সাওয়ান' গেয়ে ভাইরাল মেদিনীপুরের খুদে

সেই দুর্দান্ত পারফরমেন্স ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

সেই দুর্দান্ত পারফরমেন্স ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

প্রতিভার বিচ্ছুরণ ঘটালো খুদে বাঘ

 • Share this:

  #বালিচক: আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷ বড় থেকে ছোট সব ক্ষেত্রেই প্রতিভার কদর পায়, শিল্পীকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ৷ বিশেষত সোশ্যাল মিডিয়ায় দৌলতে পরিচিত পয়েছেন রানাঘাট স্টেশনের রাণু মণ্ডল ৷ শুধু তাই নয় তারপর থেকে বহু প্রতিভাই এসেছে সামনে ৷

  কখনও পারুল মুখোপাধ্যায় তো কখনও দেবার্পণ ভৌমিক সই তালিকায় নতুন সংযোজন ৷ বালিচক অরবিন্দ ভবনের এক পড়ুয়া ৷ বাচ্চাটির নিজের মনে ছবি আঁকতে আঁকতে গাইছে রিমঝিম গিয়ে সাওয়ান ৷

  পশ্চিম মেদিনীপুরের বালিচকের ঘটনা ৷ ক্লাসভর্তি পড়ুয়া, সেই দিকে কোনও ভ্রুক্ষেপ নেই অবোধ পড়ুায়ায় ৷ এই বয়সের কিশোর কুমারের গান গাওয়ার চেষ্টাটাই সব থেকে বড় সাহসের ৷

  First published:

  Tags: Balichak, Little boy sang, West Midnapur

  পরবর্তী খবর