corona virus btn
corona virus btn
Loading

ক্লাস রুমে কিশোর কুমারের 'রিমঝিম গিরে সাওয়ান' গেয়ে ভাইরাল মেদিনীপুরের খুদে

ক্লাস রুমে কিশোর কুমারের 'রিমঝিম গিরে সাওয়ান' গেয়ে ভাইরাল মেদিনীপুরের খুদে
সেই দুর্দান্ত পারফরমেন্স ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷

প্রতিভার বিচ্ছুরণ ঘটালো খুদে বাঘ

  • Share this:

#বালিচক: আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই ৷ বড় থেকে ছোট সব ক্ষেত্রেই প্রতিভার কদর পায়, শিল্পীকে এক অন্য মাত্রায় নিয়ে যায় ৷ বিশেষত সোশ্যাল মিডিয়ায় দৌলতে পরিচিত পয়েছেন রানাঘাট স্টেশনের রাণু মণ্ডল ৷ শুধু তাই নয় তারপর থেকে বহু প্রতিভাই এসেছে সামনে ৷

কখনও পারুল মুখোপাধ্যায় তো কখনও দেবার্পণ ভৌমিক সই তালিকায় নতুন সংযোজন ৷ বালিচক অরবিন্দ ভবনের এক পড়ুয়া ৷ বাচ্চাটির নিজের মনে ছবি আঁকতে আঁকতে গাইছে রিমঝিম গিয়ে সাওয়ান ৷

পশ্চিম মেদিনীপুরের বালিচকের ঘটনা ৷ ক্লাসভর্তি পড়ুয়া, সেই দিকে কোনও ভ্রুক্ষেপ নেই অবোধ পড়ুায়ায় ৷ এই বয়সের কিশোর কুমারের গান গাওয়ার চেষ্টাটাই সব থেকে বড় সাহসের ৷

First published: August 23, 2019, 3:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर