#বর্ধমান: কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সুনীল কুমার মণ্ডল। বর্ধমানের কুড়মুনে দলীয় সভায় যোগ দিতে যাওয়ার আগে তাঁর বাড়িতে গিয়ে বিশেষ বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়িতেই মধ্যাহ্ন আহারও সারেন তিনি।
বর্ধমান শহরে ঢোকার মুখেই দু নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মন্ডলের বাড়ি। নতুন এই বাড়ির নাম অভিযান। এখন এই বাড়ি থেকেই নতুন দল বিজেপির হয়ে যাবতীয় রণকৌশল তৈরি করছেন গৃহকর্তা। মঙ্গলবার দুপুরে বর্ধমানের কুড়মুনে জনসভা করতে যাওয়ার আগে সেই বাড়িতেই এসে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংসদ সুনীল কুমার মন্ডল বাড়ির বাইরে বেরিয়ে এসে রজনীগন্ধার মালা পরিয়ে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলের রাজ্য সভাপতিকে। এরপর তাঁরা সুনীল বাবুর বাড়ির দোতলায় বিশেষ বৈঠকে বসেন। সেই বৈঠকে জেলা নেতারাও উপস্থিত ছিলেন।
আগামী ৯ জানুয়ারি দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার পূর্ব বর্ধমান জেলা সফরে আসার পরিকল্পনা রয়েছে। কাটোয়ায় জনসভা করার পর বর্ধমান শহরে তাঁর রোড শো করার কথা। সেই কর্মসূচির প্রস্তুতির ব্যাপারে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে।
বৈঠকের পর সুনীল মন্ডলের বাড়িতেই মধ্যাহ্ন আহার সারেন বিজেপি রাজ্য সভাপতি। ভাত শিম আলু বেগুনের তরকারি,ডাল, রুই মাছের ঝোল, টমেটোর চাটনি দিয়ে তৃপ্তি করে দুপুরের আহার সারেন দীলিপবাবু। বেরিয়ে এসে সভায় যাওয়ার আগে তিনি জানান, ভালোই খাওয়া হল।
সুনীল বাবুর বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই বিজেপির জেলা কার্যালয়। বর্ধমান তার আশপাশ এলাকায় সফরে এলে সাধারণত বিজেপির রাজ্য সভাপতি সেখানেই বিশ্রাম নিয়ে মধ্যাহ্ন আহার সারেন। আগেই সাংসদ সুনীল কুমার মণ্ডল তাঁর বাড়িতে মধ্যাহ্ন আহারের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন দলের রাজ্য সভাপতিকে। সেসময় বাড়িতে যাবেন বলে কথা দিয়েছিলেন দিলীপবাবু। সেই কথা রাখতেই এদিন বর্ধমানে এসেই সাংসদের বাড়িতে ঢোকেন তিনি বৈঠকের পর মধ্যাহ্ন আহার সেরে সাংসদ সুনীল মণ্ডলকে সঙ্গে নিয়ে কুড়মুনের পথ ধরেন।
Saradindu Ghosh