#কলকাতা: শনিবারের বারবেলায় শুভেন্দুর ফুলবদল। সঙ্গী শীলভদ্র দত্ত সহ একাধিক বিধায়ক। মেদিনীপুরের মেগা শোর দিনে কোথাও বিক্ষোভ। কোথাও হামলার অভিযোগ উঠল৷ বিজেপিতে যোগ দিলেন দোর্দন্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারী। ক্ষোভের আগুন মালদার চাঁচলে। চাঁচোলের নেতাজি মোড়ে শুভেন্দুর ছবি দেওয়া ও দাদার অনুগামী লেখা ফ্লেক্স জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শুভেন্দুর ফ্লেক্স পুড়িয়ে বিক্ষোভ হয়। গাজলের বিধায়ক দিপালী বিশ্বাসের দলত্যাগে উল্লাস করেন তৃণমূলেরই নেতাকর্মীরা।
অন্যদিকে তৃণমূলের থেকে বিজেপিতে যোগ দেওয়া দশরথ তিরকেকে ঘিরে বিজেপির অন্দরেই ক্ষোভ উঠে আসে। শনিবার আলিপুরদুয়ারে প্রাক্তন সাংসদের কুশপুতুল দাহ করা হয়। বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শীলভদ্র দত্ত। ব্যারাকপুরে বিএন বোস হসপিটালে সামনে তাঁর কার্যালয়ের সামনে গঙ্গা জল ছিঁটিয়ে শুদ্ধ করেন বলে দাবি তৃণমূল কর্মীদের।
একই দিনে বাসন্তী থানার সোনাখালি তেঁতুল তলার মাঠে তৃণমূলের জনসভা হয়। সভায় ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সী,সাংসদ প্রতিমা মন্ডল, শুভাশিস চক্রবর্তী ও বিধায়ক জয়ন্ত নস্কর। সেই সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন জয়ন্ত নস্কর। ১৯-শের সভায় তৃণমূল থেকে বিজেপিতে গেলেন ৯ জন বিধায়ক। তবে ওয়াইজুল হক, দেবাশীষ জানা যোগদানের জল্পনা ভুয়ো খবর।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Suvendu Adhikary