#বর্ধমান: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুরের কাঁকসায় বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস । কাঁকসার বনকাঠি পঞ্চায়েতের অযোধ্যা হাটতলা থেকে তেলিপাড়া পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা জুড়ে চলে এই বাইক মিছিল । পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে এই মিছিলে প্রায় ৩০০-ও বেশি মোটরবাইক অংশ নিয়েছিল এই মিছিলে ৷ তবে উল্লেখ্য, অধিকাংশ মোটর সাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল না ।
যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে এই মিছিল তখন মুখ্যমন্ত্রীর আরও এক নির্দেশ "SAFE DRIVE SAVE LIFE" অমান্য করল তাঁরই দলের কর্মীরা । গত ২৩ অক্টোবর দুর্গাপুরের কমলপুরে একটি অনুষ্ঠানে এসে মন্ত্রী চূড়ামনি মাহাতো ও সাংসদ মমতাজ সংঘমিতাও সিটবেল্ট ব্যবহার করেননি । মন্ত্রীকে এই ব্যপারে প্রশ্ন করলে উত্তর মেলে; " মন্ত্রীদের সিটবেল্ট বাঁধার কোনো নির্দেশ বা নিয়ম নেই, তাই তিনি সিটবেল্ট বাঁধেননি । নির্দেশ পেলে নিশ্চয় বাঁধবেন" । সেদিনও বাইক মিছিলে হেলমেট ছিল না বেশীরভাগ বাইক চালক ও আরোহীর । যদিও সেদিন মিছিল জাতীয় বা রাজ্য সড়কে ওঠেনি ।
রবিবার রাজ্য সড়কে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে হেলমেট ছাড়াই বাইক মিছিল হল । দুর্গাপুরের তৃণমূল সভাপতি উত্তম মুখোপাধ্যায়কে হেলমেট বিহীন এই বাইক মিছিলের বিষয় নিয়ে ফোনে প্রশ্ন করলে উত্তর মেলে ; ‘কাঁকসায় এই মুহূর্তে দলের কোনো পদাধিকারী নেই, ব্লক কমিটি ভেঙে দেওয়া হয়েছে । এই মিছিলের জন্য কাউকে অনুমতিও দেওয়া হয়নি । এই ধরনের অনৈতিক কাজ দল সমর্থন করেনা । অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bike rally, Bike riders Without Helmet, Save life safe drive, TMC, TMC Party