হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ফের বিপর্যয়, স্টেশনে পর এবার বর্ধমানের পাল্লা রোডে রেললাইনে ফাটল

ফের বিপর্যয়, স্টেশনে পর এবার বর্ধমানের পাল্লা রোডে রেললাইনে ফাটল

বর্ধমানের পাল্লা রোডে রেললাইনে ফাটল।

বর্ধমানের পাল্লা রোডে রেললাইনে ফাটল।

যুবকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা। ওই লাইনেই বর্ধমান থেকে হাওড়া আসছিল লোকাল ট্রেন।

  • Last Updated :
  • Share this:

#বর্ধমান: এ যেন গোদের উপর বিষফোঁড়া। শনিবার বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়ে। আর আজ তার আগের স্টেশন, পাল্লা রোডে ঢোকার মুখে রেল লাইনে ফাটল। সূরজ ঘোষ নামে এক যুবকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচে কড লাইনে হাওড়াগামী বর্ধমান লোকাল।শনিবার রাত ৮টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের একাংশ। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের বিপত্তি। এবার বর্ধমানের আগের স্টেশন পাল্লা রোডে। রবিবার সকালে ধরা পড়ল রেল লাইনে বড়সড় ফাটল।সকাল সাতটা পঞ্চান্ন নাগাদ পাল্লা রোড স্টেশনের ঠিক আগে, লাইনে ফাটল দেখতে পান সূরজ ঘোষ নামে এক যুবক। তড়িঘড়ি তিনি খবর দেন রেলকর্মীদের। ততক্ষণে স্টেশন থেকে বেরিয়ে পড়েছে বর্ধমান-হাওড়া কড লাইন লোকাল। এক রেলকর্মী জামা খুলে উড়িয়ে ট্রেন থামান। নজরদারির অভাবেই বিপত্তি- বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইস্পাতের সংকোচন-প্রসারণের সময় রেললাইনে ফাটল স্বাভাবিক ঘটনা- ফাটলের জেরে দুর্ঘটনা এড়াতে নজরদারির দায়িত্বে থাকেন গ্যাংম্যানরা

- রেলের পরিভাষায় যাকে বলে ‘বাইফুট চেকিং’গ্যাংম্যানরা ঠিকঠাক বাইফুট চেকিং করলে আগেই ধরা পড়ত লাইনের ফাটল। সেখানেই কি গাফিলতি থেকে গেছে? ফের বেরিয়ে পড়ল রেলের গাফিলতির ছবিটা।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Barddhaman station collapse, Palla road, Rail line crack