• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • বালির পর এবার নীল তিমির থাবা বাঁকুড়াতেও !

বালির পর এবার নীল তিমির থাবা বাঁকুড়াতেও !

Representational Image

Representational Image

বালির পর এবার নীল তিমির থাবা দেখা গেল বাঁকুড়াতেও।

 • Share this:

  #বাঁকুড়া: বালির পর এবার নীল তিমির থাবা দেখা গেল বাঁকুড়াতেও। শুক্রবার সন্ধ্যায় আচমকাই বাঁকুড়া খ্রিস্টান পাড়া এলাকার বাসিন্দা বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেনীর ছাত্র শুভদীপ আলি নিজের মোবাইল নিয়ে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে ।

  সন্ধ্যা থেকে শুভদীপ আলির অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় এলাকার মানুষের। এই সময়ই এক বন্ধুর সঙ্গে টেলিফোনে ‘ব্লু হোয়েল’ নিয়ে শুভদীপকে কথাবার্তা বলতে শোনেন এলাকার মানুষ। এরপরই তার মোবাইল ফোন কেড়ে নেয় পরিবারের লোকজন। তারপর থেকেই মোবাইল পাওয়ার জন্য পাগলের মত আচরণ করতে শুরু করে শুভদীপ।

  আরও পড়ুন---

  রাজ্যে ছড়াচ্ছে ‘Blue Whale’ মারণ গেমের আতঙ্ক !

  পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদ করায় শুভদীপ জানায় এদিন রাত ১২টা-তে তার মোবাইল গেমের একটি স্পেশ্যাল এপিসোড আছে। এই এপিসোডে তাকে হাত কাটতে হবে। রাত সাড়ে এগারোটা নাগাদ শুভদীপের আচরণ চুড়ান্ত অস্বাভাবিক হয়ে পড়ায় পাড়ার লোকজন বাঁকুড়া সদর থানায় খবর দেয়। এরপরই বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভদীপ আলিকে নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। ব্লু হোয়েলের কারনেই শুভদীপের এই অস্বাভাবিক আচরণ ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারন, তা খতিয়ে দেখছে পুলিশ।

  First published: