• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আন্দোলন শেষে আপাতত স্বাভাবিক আউশগ্রাম-বোলপুর

আন্দোলন শেষে আপাতত স্বাভাবিক আউশগ্রাম-বোলপুর

 • Share this:

  #বর্ধমান: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বোলপুরের শিবপুর মৌজা। পুলিশি প্রহরায় চলছে বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। স্বাভাবিক ছন্দে ফিরছে বর্ধমানের আউশগ্রামও। আজ আউশগ্রামে সভা করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস মেলায় গ্রামে ফিরছেন বাসিন্দারা। খুলেছে স্কুল, বাজার, দোকানপাঠ। চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি।

  স্বাভাবিক হচ্ছে বোলপুরের শিবপুর মৌজা। পুলিশি প্রহরায় চলছে প্রস্তাবিত বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। মঙ্গলবার এলাকায় শান্তি মিছিল বের করেন চাষিরা। আপাতত আন্দোলন তুলে নিলেও এখনও দাবি থেকে সরে আসেননি চাষিরা।

  কৃষকদের দাবি দাওয়া শুনতে বুধবার তাদের সঙ্গে দেখা করবেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

  অনেকটাই স্বাভাবিক বর্ধমানের আউশগ্রামও। খুলেছে স্কুল, বাজার। মঙ্গলবার আউশগ্রাম থানার সামনে সভা করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন দলের নামে দালালি করলে লকআপে যেতেই হবে।

  সরস্বতী পুজোর আগে স্কুল খোলায় খুশি আউশগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

  বর্ধমানের আউশগ্রাম, বীরভূমের বোলপুর দু জায়গাতেই শান্তি ফেরায় কিছুটা স্বস্তিতে প্রশাসন। তবে কোথাও এখনই তুলে নেওয়া হচ্ছে না পুলিশি নজরদারি। কৃষকদের সঙ্গে কথা বলে তবেই প্রকল্প শেষ করতে চাইছে প্রশাসন।
  First published: