#বীরভূম: এবারে শান্তিনিকেতনের বসস্ত উৎসবে জৈব আবির ব্যবহারের আবেদন বীরভূম জেলা প্রশাসনের। বাজার চলতি বেশ কিছু আবিরে ক্যামিক্যাল থাকায় তা মানুষের ত্বক বা চোখের ক্ষতি করতে পারে। তাই এবারের শান্তিনিকেতনের বসস্ত উৎসবে জৈব আবির ব্যবহারের দিকে জোড় দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই বীরভূম জেলার প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আবির তৈরি করছে বীরভূমের ভাদুড়ি মেমোরিয়াল রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। ২৫ সদস্যের দলটি চার কুইন্টাল আবির তৈরিতে ব্যস্ত, এছাড়াও জেলার বিভিন্ন মহিলা গ্রুপগুলি জৈব আবির তৈরির কাজে হাত লাগিয়েছেন। বসন্ত উৎসবের দিন কমপক্ষে ৫০০ প্যাকেট জৈব আবির বিশিষ্ট স্টল স্থাপন করা হবে বিশ্ব-ভারতী পৌষ মেলা মাঠে। রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের অতিথি এবং বিশেষ অতিথিদের মধ্যে বিতরণ করা হবে সেই আবির। এমনটাই জানিয়েছেন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা। তাঁর আবেদন, যাঁরা বাইরে থেকে শান্তিনিকেতনে বসন্ত উৎসবে আসবেন, তাঁরাও যেন জৈব আবিরই আনেন।
Supratim Das