পুরুলিয়া: আদিবাসী সম্প্রদায়কে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সবসময়ই অগ্রণীর ভূমিকা পালন করে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত জেলাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া। এখানে অধিকাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ের। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের পুরুলিয়া জেলা আঞ্চলিক কার্যালয়ের পরিচালনায় একটি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বরাবাজার ব্লকের গঙ্গা নারায়ণ ময়দানে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী গ্রুপগুলিকে নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন আদিবাসী গোষ্ঠীর অনেকগুলি গ্ৰুপ এই প্রতিযোগিতামূলক সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্ৰহন করেন। সারাদিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি চলে। দলগত নৃত্য , দলগত বাদ্যযন্ত্র ও দলগত সঙ্গীতের মাধ্যমে এই দিন এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিযোগিরা। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
প্রতিযোগিতামূলক সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মন্ত্রী শান্তিরাম মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাত, সহ-সভাধিপতি প্রতিমা সোরেন-সহ বহু বিশিষ্টজনেরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। পাশাপাশি এদিন তাদের দেখা যায় ধামসা মাদল বাজাতে। এই প্রতিযোগিতামূলক সংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে দিয়ে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia