• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আঁতাঁতের অভিযোগে অধীর চৌধুরীকে ঘেরাও করে বিক্ষোভে উত্তাল কান্দি

তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আঁতাঁতের অভিযোগে অধীর চৌধুরীকে ঘেরাও করে বিক্ষোভে উত্তাল কান্দি

 • Share this:

  #কান্দি: লোকসভা নির্বাচনের মাঝেই বিধানসভা উপনির্বাচনের দিন স্থির হয়েছে কান্দিতে ৷ আগামী ২০ মে এই এলাকায় উপনির্বাচন হতে চলেছে ৷ বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন ৷ কিন্তু এখনও কান্দিতে প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস ৷ এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল কান্দি ৷

  শনিবার রাতে অধীর চৌধুরিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান কান্দির নির্দল কাউন্সিলর-সহ আরও বেশ কয়েকজন ৷ কান্দির নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়ের অভিযোগ, ‘তৃণমূলের সঙ্গে গোপনে আঁতাত রয়েছে কংগ্রেসের ৷ যার জেরেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে না উপনির্বাচনের ৷’

  অন্যদিকে, কান্দির পাশাপাশি আগামী ১৯ মে দার্জিলিঙে উপনির্বাচন হতে চলেছে ৷ দার্জিলিঙের বিধায়ক অমর সিং রাই সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছেন ও সেই কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি । উপনির্বাচনে লড়বেন তৃণমূল সমর্থিত গোর্খা প্রার্থী বিনয় তামাং ।

  First published: