#মেদিনীপুর: ছাত্রীদের অ্যাসিড হামলার প্রতিবাদ পথে নামল স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা গ্রামে টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোড়া অ্যাসিডে আক্রান্ত হয়েছে স্কুলেরই দুই নবম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় এক ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগ, পুলিশে অভিযোগ জানানোর প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি ৷ তাই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথে নামল ওই স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা।
বুধবার দুপুরে সুপা স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে পুরো এলাকা পরিক্রমা করে প্রতিবাদ জানাল। এই মিছিলের একটাই দাবি ছিল, অবিলম্বে পুলিশ প্রশাসনকে দোষীদের চিহ্নিত করতে হবে ৷ যেন এই ধরনের অ্যাসিড হামলার শিকার আর কোনও ছাত্রছাত্রী না হয়। যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ সিংহ বলেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্রীদের উপর যে অ্যাসিড হামলা হয়েছে তার দোষীদের গ্রেফতার করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তাই অ্যাসিড বিক্রির ক্ষেত্রে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এদিন তিনি আরও বলেন, আমার ওই আশঙ্কাজনক ছাত্রীর দরিদ্র পরিবার ৷ তাই আমারা চাই প্রশাসন ওর সঠিক চিকিৎসার ব্যাবস্থা নিক। দ্রুত অভিযুক্তরা গ্রেপ্তার না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। এ বিষয়ে ঘাটাল এসডিপিও কল্যাণ সরকার বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে।