আউশগ্রাম : মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি। যাত্রী বোঝাই বেসরকারি বাসের সাথে পুলিশ গাড়ির সংঘর্ষে মৃত্যু হল চালকের। আহত হয়েছেন এক পুলিশ অফিসার,এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার।মৃত চালকের নাম বিশ্বনাথ মূর্মু। সোমবার সাতসকালে আউশগ্রাম থানার বাগরাই ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
আহত দুই পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে বর্ধমানের জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,সোমবার সকালে আউশগ্রামের বাগরাই ব্রিজ থেকে নাইট ডিউটি শেষ করে আউশগ্রাম থানায় ফেরার জন্য গাড়িটি ঘোরানোর সময় মোরবাঁধ থেকে নবদ্বীপ যাওয়ার বাসটি পুলিশ গাড়ির চালকের দিকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ আহতদের উদ্ধার করে। দুই পুলিশ কর্মী,সিভিক ভলেন্টিয়ার ও চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : সন্তান ৮ জন, ৮৭ বছর বয়সে জীবনে প্রথম বার লেখাপড়া শিখলেন ১৩ নাতিনাতনির এই ঠাকুমা
বাসটি আটক করেছে পুলিশ, চালক পলাতক। আহত এএসআইয়ের নাম কমলেশ সিং। এছাড়াও এই দুর্ঘটনায় কনস্টেবল শ্রীকান্ত সিনহা ও সিভিক ভলান্টিয়ার আশিস পরামানিক আহত হয়েছেন। জানা গিয়েছে, রাতে পুলিশ গাড়িটিতে থাকা পুলিশের কর্মী অফিসাররা ওই বাগরাই ব্রিজের সামনে রাস্তার ধারে নাইট ডিউটি করছিলেন। ওই নির্জন জায়গার সুযোগ নিয়ে যাতে দুষ্কৃতীরা পথ চলতি গাড়িতে ছিনতাই করতে না পারে তা নিশ্চিত করাই ছিল এই রাতপাহারায় থাকা পুলিশ কর্মীদের লক্ষ্য। সকাল হতেই তাঁদের থানায় ফেরার প্রস্তুতি শুরু হয়।
সকলে গাড়িতে উঠে পড়েন। এর পর গাড়িটি চালক ফুটপাত থেকে রাস্তায় তুলতেই যাত্রী বোঝাই বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ গাড়ির চালকের দিকের অংশে সজোরে ধাক্কা লাগে বাসটির। এলাকার বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে আউশগ্রাম থানা থেকে পুলিশ কর্মী ও অফিসাররা দ্রুত পৌঁছে যান। আলাদা গাড়িতে করে তাদের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পুলিশগাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।