পুরুলিয়া: ভুল ট্রেনে চেপে বিপত্তি। আহত দুই ছাত্রী, উদ্ধার করল রেল পুলিশ। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়েই গুরুতর জখম হয় দুই ছাত্রী। পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্লাটফর্মের ঘটনা। চাঞ্চল্য এলাকাজুড়ে৷
সূত্রের খবর, হাওড়া থেকে চক্রধরপুর গামি ট্রেনটি যখন পুরুলিয়া স্টেশন ছেড়ে দেয় তখন হঠাৎই তিন ছাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। যার মধ্যে ২ জন মেয়ে আহত হয়। পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্লাটফর্মে টহলরত আরপিএফদের নজরে আসে পুরো বিষয়টি৷ তৎক্ষণাৎ দ্রুত উদ্ধার করা হয় তাদের। ঘটনায় দুই ছাত্রীর মাথায় আঘাত লাগে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা যাচ্ছে ট্রেন ছাড়তেই তারা বুঝতে পারে যে ভুল ট্রেনে চেপে পড়েছে। কী করবে বুঝতে না পেরে রীতিমতো ঘাবড়ে যায় তারা৷ কোনওদিক না ভেবেই ট্রেন থেকে লাফ দিয়ে নামতে যায়৷ তারপরেই দুর্ঘটনা। আহতরা পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purulia