হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ভুল ট্রেনে উঠে পড়েই বিপত্তি! কোনও কিছু না ভেবে সোজা প্লাটফর্মে ঝাঁপ, তারপর...

ভুল ট্রেনে উঠে পড়েই বিপত্তি! কোনও কিছু না ভেবে সোজা প্লাটফর্মে ঝাঁপ, পুরুলিয়ায় কেলেঙ্কারি কাণ্ড

পুরুলিয়ায় দুর্ঘটনা

পুরুলিয়ায় দুর্ঘটনা

আহতরা পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  • Share this:

পুরুলিয়া: ভুল ট্রেনে চেপে বিপত্তি। আহত দুই ছাত্রী, উদ্ধার করল রেল পুলিশ। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নামতে গিয়েই গুরুতর জখম হয় দুই ছাত্রী। পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্লাটফর্মের ঘটনা। চাঞ্চল্য এলাকাজুড়ে৷

সূত্রের খবর, হাওড়া থেকে চক্রধরপুর গামি ট্রেনটি যখন পুরুলিয়া স্টেশন ছেড়ে দেয় তখন হঠাৎই তিন ছাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেয়। যার মধ্যে ২ জন মেয়ে আহত হয়। পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্লাটফর্মে টহলরত আরপিএফদের নজরে আসে পুরো বিষয়টি৷ তৎক্ষণাৎ দ্রুত উদ্ধার করা হয় তাদের। ঘটনায় দুই ছাত্রীর মাথায় আঘাত লাগে।

আরও পড়ুন: শুধু 'চাকরি বিক্রি'-ই নয়, 'বদলি বিক্রি'-ও করতেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়, বলছে ED

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা যাচ্ছে ট্রেন ছাড়তেই তারা বুঝতে পারে যে ভুল ট্রেনে চেপে পড়েছে। কী করবে বুঝতে না পেরে রীতিমতো ঘাবড়ে যায় তারা৷ কোনওদিক না ভেবেই ট্রেন থেকে লাফ দিয়ে নামতে যায়৷ তারপরেই দুর্ঘটনা। আহতরা পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Published by:Rachana Majumder
First published:

Tags: Purulia