বর্ধমান: শৃঙ্খলার প্রশ্নে দলের অবস্থান কড়া। আরও একবার মনে করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেউ যদি ভাবে আমি জিতে গিয়ে কেউকেটা হয়ে গেছি, এই দল এমন দল যে দলের মহাসচিবকে সাসপেন্ড করার আগে দু’বার ভাবেনি।”
এখানেই থামেননি অভিষেক। তাঁর কথায়, “অনেকে অনেক কথা বলেন। সিপিআইএমের মনোরঞ্জন পাত্র আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। সিপিএম মাথায় তুলে রেখে দিয়েছে। যারা ক্যামেরায় টাকা নিতে গিয়ে ধরা পড়েছে, বিজেপি তাদের বড় বড় পদ দিয়েছে। কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। প্রমাণ পেয়ে এই লোকটি দুর্নীতিগ্রস্ত, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস।”
অবশ্য নব জোয়ার যাত্রা নিয়ে খুশি অভিষেক। তা জানিয়ে তিনি বলেন, “পূর্ব বর্ধমান জুড়ে #JonoSanjogYatra নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে! আমি নিজে তার অনেকটাই চাক্ষুষ করেছি! বাকিটা সম্পর্কে আমাকে অবহিত করলেন দলের স্থানীয় নেতা-কর্মীরা।”
আরও পড়ুন: ‘ঘৃণার বাজার বন্ধ, শুরু ভালবাসার দোকান’, কর্ণাটকের ফলে প্রতিক্রিয়া রাহুলের
আরও পড়ুন: অভিষেকের সভার কাজ দেখে আর ফেরা হল না, মেমারিতে মর্মান্তিক পরিণতি তৃণমূলের শুভেন্দুর!
জামালপুরে আয়োজিত অধিবেশনে তাঁরা সদলবলে অংশগ্রহণ করেছিলেন। অধিবেশন মঞ্চ থেকেই দলীয় সহকর্মীদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়। তাঁদের মতে, কোনও নির্বাচনে যে সরাসরি ভোটদাতাদেরই প্রার্থী মনোনয়নের প্রক্রিয়ায় অংশীদার করা যেতে পারে, এই ব্যতিক্রমী ভাবনাই গ্রামবাংলার মানুষকে আকর্ষিত করছে। এই গুরুত্ব প্রদানে তাঁরা সম্মানিত বোধ করছেন। আমজনতার কাছে তৃণমূল নব জোয়ারের এই গ্রহণযোগ্যতাই ‘মানুষের পঞ্চায়েত’-এর ভিত গড়বে বলে মনে করছেন জেলা তৃণমূলের নেতৃবৃন্দ।
#JonoSanjogYatra-র ১৯তম দিনে পূর্ব বর্ধমানের কালনার রোড শো-টিতে অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ। নবীন, প্রবীণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই রোড শো ছিল বৈচিত্রময়।
অভিষেক বন্দোপাধ্যায় উল্লেখ করেছেন, “আমাকে দেখামাত্র আগামীর নাগরিকেরা চিৎকার করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছিল! আমি জানতে চেয়েছিলাম, তাঁদের কোনও সমস্যা হচ্ছে কিনা। জবাবে খুদেরা জানিয়েছিল, রোড শো-তে আসতে পেরে তারা আনন্দিত! আট থেকে আশির মনে এভাবে জায়গা করে নিতে পেরে আমি কৃতার্থ বোধ করছি।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, TMC