বাঁকুড়া: শুক্রবার শেষ করেছিলেন সোনামুখীতে। ৫৭ ঘন্টা পরে বাঁকুড়ায় ফিরে এসে ইন্দাস থেকে ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। সোমবার দুপুর আড়াইটে নাগাদ হেলিকপ্টারে করে ইন্দাসে আসেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। হেলিপ্যাড থেকে তিনি যান ইন্দাসে বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানেই তিনি বলেন, ”সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে, সকল চক্রান্তকে পদদলিত করে দু’দিন পর পুনরায় বাঁকুড়ার ইন্দাসে জনসংযোগ যাত্রা শুরু করলাম। গণদেবতার স্বতঃস্ফূর্ত ভালবাসা এবং উপচে পড়া সমর্থন আমার হৃদয়ের তন্ত্রীতে লেখা থাকবে। বাংলার রাজনৈতিক ইতিহাসে গর্বগাথা হয়ে থেকে যাবে এবং এই বিশ্বাস দিয়েছেন আপনারা অর্থাৎ সাধারণ মানুষেরা। আপনারা মাথায় হাত রেখে আশ্বাস দিয়েছেন, তাই পথে নেমেছি দিল্লির বঞ্চনার বিরুদ্ধে। আমি কথা দিচ্ছি, মা-মাটি-মানুষের আশীর্বাদে বদলে যাবে এই বাংলার রাজনৈতিক পটভূমি।”
সোমবার ইন্দাসে বজ্রপাতে আহতদের সকলের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের যাবতীয় সুরক্ষা সুনিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস সর্বদা বদ্ধপরিকর। মানব কল্যাণের হিতার্থেই জনসংযোগ যাত্রা-র অবতারণা করা হয়। এই কর্মসূচি এই মহান উদ্দেশ্যের বার্তাবাহক।”
আরও পড়ুন: ‘কাকুর’ রহস্যভেদ করবেন তিনিই? এমন কাকে ডাকল ইডি! তলব ঘিরে তুঙ্গে জল্পনা
অভিষেকের সংযোজন, ”প্রাকৃতিক দুর্যোগ এমন একটা ব্যাপার যেখানে কারওই কিছু করার থাকে না। কিছুদিন আগে বাঁকুড়ার ইন্দাসে ভয়াবহ বজ্রপাতের কবলে পড়েন বেশ কিছু মানুষ। আমি আজকে নিজে গিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছি। যে-কোনও প্রয়োজনে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। অনুগ্রহ করে সকলে সাবধানে থাকবেন, ভাল থাকবেন। আপনাদের সুস্থতাই আমার পরম কাম্য।”
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন, পার্থর উত্তরে চমকে গেলেন সকলে! দেখালেন নিজেকে
এরপর এদিন কোতুলপুরে রোড শো করেন অভিষেক। প্রথমে গাড়ির ছাদে, পরে মিছিল করেন তিনি। অভিষেক বলেন, “উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাসে ভাসল কোতুলপুরের রোড শো। জনসংযোগ যাত্রা-র পূর্ব নির্ধারিত সূচি মেনেই যাত্রার ২৬তম দিনে এই রোড শো আয়োজিত হয়। সেই আয়োজনে মানুষের উপচে পড়া ভিড়ে স্পষ্ট, মানুষের ভরসা-বিশ্বাস সব আমাদের ওপরেই। এই জনসংযোগ যে সত্যিই জনজোয়ারে পরিণত হয়েছে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল বাঁকুড়াবাসীর সৌজন্যে। মানুষের এই অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। আমাদের প্রতি অন্তরের টান অনুভব করেছেন বলেই এভাবে তাঁরা আমার পাশে থাকলেন। আসলে বাঁকুড়াবাসী উপলব্ধি করেছেন, আমরা ছাড়া আর কেউই ‘মানুষের পঞ্চায়েত’ গঠনের মতো অভিনব উদ্যোগ নেবে না। সেই কারণেই আমাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তাঁরা। আজকের কোতুলপুরের এই রোড শো’র রেশ বহুকাল আমার মনে থেকে যাবে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Bangla News