লালগোলা: তৃণমূলের জনসংযোগ যাত্রা, নবজোয়ার যাত্রার সভা থেকে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দুকে আক্রমণের তীর হিসাবে তাঁর কনভয়ে দুর্ঘটনার প্রসঙ্গ তিনি তুলে ধরেন৷ বলেন, ‘এত নির্লজ্জ, বিবেকহীন যে চিকিৎসা করার জন্য হাসপাতালে পর্যন্ত নিয়ে যায় না।’
অভিষেক এদিনের সভা থেকে বলেন, ‘আপনারা দেখেছেন বিরোধী দলনেতার গাড়ি একজনকে মেরে দিয়ে চলে গিয়েছে। ক্ষমতার দম্ভ হলে মানুষের এই রকম হয়। আমারা দায়িত্ব নিয়ে আমি তাঁর চিকিৎসা করাই। কিন্তু দেখুন, বিজেপি-এর এই নিয়ে কোনও স্টেটমেন্ট নেই। সিপিআইএম-এর এই নিয়ে কোনও স্টেটমেন্ট নেই৷ আমারা আইনি সহযোগিতায় দিচ্ছি ওই পরিবারকে। কিন্তু আপনারা ভাবুন, এই বিরোধী দল একবার ক্ষমতায় এলে কী হবে, দেখুন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলে ছিলেন, দেখেছেন কোনওদিন মানুষ মেরেছেন? এরা এত নির্লজ্জ, বিবেকহীন ট্রিটমেন্ট করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় না?’
আরও পড়ুন: বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে খুন আয়কর অফিসার, কেন অশান্তির আগুনে জ্বলছে মণিপুর?
আরও পড়ুন- রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে
এ ছাড়া এদিন সভা থেকে অন্য বিরোধী শক্তি কংগ্রেসকেও আক্রমণ করেন অভিষেক৷ অধীর চৌধুরীকে আক্রমণ করে বলেন, ‘এই ৫ মাসে কেন্দ্রের সঙ্গে অধীর চৌধুরী একটাও মিটিং করেছে কেন্দ্র সরকার এর টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে, কেউ যদি এটা দেখাতে পারে, তা হলে আমি সেদিন নবজয়ার কর্মসূচি বন্ধ করে দেব।’
বৃহস্পতিবার রাতে দিঘা নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভৈরবপুরের বাসিন্দা ইসরাফিল খানের। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে তারা বাবা সফিরউদ্দিন চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতর। এই ঘটনায় চণ্ডীপুরে অবরোধ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। চালককে গ্রেফতারের পাশাপাশি ঘাতক গাড়িটিকে থানায় আনা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee