#হিঙ্গলগঞ্জ, জিয়াউল আলম: জাল ছিঁড়ে, নদী সাঁতরে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার৷ আর খুব স্বাভাবিকভাবেই রাতের ঘুম উড়ল গোটা গ্রামের মানুষের৷ তবে আতঙ্ক থাকলেও, পরিস্থিতি সামাল দেতে পেরেছেন তাঁরা৷
হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের ঝিঙ্গাখালির একটি গ্রাম পারঘুমটি৷ বাঘের আতঙ্ক ছিলই৷ সেই ভয় থেকেই লাগানো হয়েছিল জাল৷ কিন্তু লাভ হল না কিছুই৷ গ্রামে ঢুকে পড়ল বাঘ।
আরও পড়ুন: এবার এটিএম থেকে বেরোবে সোনা, দেখে নিন কোথায় খুলল দেশের প্রথম গোল্ড এটিএম
আরও পড়ুন: মন্দার আঁচ আরও তীব্র, এবার কয়েকশো কর্মী ছাঁটাই করতে চলেছে পেপসিকো!
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকালে বনের চারপাশে ঘিরে থাকা লাইলনের জাল ছিঁড়ে কুড়েখালি নদী সাঁতরে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে বাঘটি। তবে গ্রামের মানুষেরা লাঠিসোটা বাজি পটকা ফাটিয়ে বাঘটিকে তাড়িয়ে দেন। গ্রামবাসীদের ভয়ে কুড়েখালি নদী পেরিয়ে আবার জঙ্গলের ভিতর ঢুকে যায় সে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা পারঘুমটি এলাকায় আসেন। বাঘটিকে কোনওরকমে তাড়িয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে ঢোকানোর চেষ্টা করবেন বলে জানা গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Royal Bengal Tiger