• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অন্ডালে দুষ্কৃতীদের গুলিতে মৃত পিএনবির কর্মী

অন্ডালে দুষ্কৃতীদের গুলিতে মৃত পিএনবির কর্মী

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তিনজনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে

 • Share this:

  #অন্ডাল: ১১ সেপ্টেম্বর অন্ডালের জামবাদ এলাকায় বেনিয়াডিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক ব্যাঙ্কমিত্র সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায় (৩২) নিজের অফিসে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন । দুপুর ২.৩০ নাগাদ নিজের অফিসে বসেছিলেন সুপ্রকাশ।

  সে সময় দুই বাইক আরোহী অফিসে ঢুকে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। বাইকে চেপে চলে যাওয়ার মুহূর্তে তাদের আটকাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের । দিনে দুপুরে এই খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ।

  এরপর থেকেই অন্ডাল থানার পুলিশ জোর কদমে তল্লাশি চালায় অভিযুক্তদের খুঁজে পেয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই খুনের ঘটনায় জড়িত তিন দুষ্কৃতীকে বিহারের লক্ষ্মীপুর থানা এলাকা থেকে আটক করা হয়েছে । ধৃত রামদুলার বিশ্বকর্মা, দীপ কুমার চৌহান ও মনোরঞ্জন ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয় এরাই খুনের ঘটনায় জড়িত । এই তিনজনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

  First published: