Home /News /south-bengal /
শিশুকে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগে যুবককে নগ্ন করে গণপিটুনি

শিশুকে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগে যুবককে নগ্ন করে গণপিটুনি

শিশুকে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগে যুবককে নগ্ন করে গণপিটুনি

 • Share this:

   #অশোকনগর: একের পর এক শিশু নিগ্রহের ঘটনার পর এবার চার বছরের শিশুকে পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ। হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক। এরপর নগ্ন করে অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয়রা। অশোকনগর থানার গুমা নেতাজি নগর এলাকার ঘটনা।

  শিশুটির খোঁজ না মেলায় প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখঁজি শুরু হয়। প্রতিবেশী বিকাশ চৌধুরীর ঘরে খোঁজ মেলে শিশুর। পরিবারের অভিযোগ, শিশুটিকে সেই সময়ে ল্যাপটপে পর্নোগ্রাফি দেখাচ্ছিল বিকাশ। এমনকি শিশুর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগও করে পরিবার। এরপরই বিকাশকে পাশের ক্লাবে নিয়ে গিয়ে নগ্ন করে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তের দাবি, সে ডাক্তার। বাড়ি স্বরূপনগর থানার চাতরা এলাকায়। অশোকনগরে একটি বাড়িতে ভাড়া থাকত সে।

  First published:

  Tags: Child, Molestation, Pornography

  পরবর্তী খবর