#মেদিনীপুর: আশে পাশের অঞ্চলে কোনো জঙ্গল নেই। তবু আজ একটি ময়ূরের দেখা মিললো বেলদার এক গ্রামের রাস্তায়। লকডাউনের বাজারে এই দৃশ্য দেখে চমকে যান পথ চলতি মানুষজন। আজ হঠাৎই গ্রামের রাস্তায় ময়ূরটি চোখে পড়ে স্থানীয়দেরই। যা দেখে হচকচিয়ে যান সকলেই। রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় বেলদা থানার জোড়াগেরিয়া ফাঁড়ির কাছে সাউরি গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রামেরই বাসিন্দা এক সিআরপিএফ জওয়ান শখ করে পুষেছেন দুটি বিরল প্রজাতির ময়ূর। দুটির একটি ময়ূর কোনভাবে বেরিয়ে পড়ে গ্রামের রাস্তায়। অবাক হন স্থানীয়রা। তারাই খবর দেন বন দপ্তরকে। এরপর ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের কর্মীরা। গোটা বিষয়টি জানাজানির পরই প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হয়েও কিভাবে একজন মানুষ বন্যপ্রাণ আইন ভেঙে নিজের বাড়িতে ময়ূর পুষতে পারেন? যদিও ময়ূর পোষার বিষয়টি সামনে আসার পর জওয়ানের তরফ থেকে কোনরকম কোনো মন্তব্য করা হয়নি। জানা গেছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বনদফতর।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown