#কাঁথি: ছেলের সঙ্গে বাইক করে ডাক্তার দেখাতে গিয়ে বাইক থেকে পড়ে মর্মন্তিক মৃত্যু হল মায়ের৷ ঘটনাটি ঘটছে কাঁথি রসুলপুর রাস্তার ফুলবারি বাজারে কাছে। মৃত গৃহবধূ নাম কাঞ্চন মাইতি (৬৩)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূ বাড়ি কাঁথি থানার শুনিয়া গ্রামের বাসিন্দা। শনিবার সকালে বাড়ি থেকে ডাক্তার দেখাতে ছেলের বাইকের করে রসুলপুর উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। রসুলপুর যাওয়ার পথে ফুলবারি বাসস্ট্যান্ড কাছে রাস্তার বাম্প পেরতে গিয়ে বাইক থেকে পড়েছিলেন মা।
এরপর স্থানীয় লোকেরা উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। কাঁথি হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন ওই ভদ্র মহিলাকে। অকারণে মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর পরিবারের লোকেরা কান্নার ভেঙে পড়েছেন। কাঁথি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Midnapur, Fell Down, Kanthi, Mother Died, Motor bike, Painful incident