Home /News /south-bengal /

ফের মানবতার বহিঃপ্রকাশ ! এই বৃদ্ধার আজীবন খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন এক মহান ব্যক্তিত্ব

ফের মানবতার বহিঃপ্রকাশ ! এই বৃদ্ধার আজীবন খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন এক মহান ব্যক্তিত্ব

এক মহামানবের মানবপ্রমের গল্প

 • Share this:

  #যশোররোড: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারেনা ? প্রশ্নের উত্তর একটাই হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ ৷ সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থার সব সময়েই দাতব্যমূলক কাজের জন্য বিশেষ উদ্যোগ নেয় ৷ এমনই এক মন খারাপ করার ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ এক বৃদ্ধা খুব তৃপ্তি করে কাবার খাচ্ছেন যা দেখে সত্যি মন ভরে যায় ৷

  নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিকে কর্মসূত্রে প্রতিদিন বনগাঁয় যেতে হয় ৷ প্রতিদিনই প্রায় যশোর রোডের কয়েকদিন এক বৃদ্ধাকে দেখেছেন হোটেলের এক কোণে আপন মনে খেতে দেখেছেন ৷ তিনি মন দিয়ে খেয়ে চলেছেন কী পরিতৃপ্তি তাঁর চোখে মুখে তার আর বলার নয় ৷

  হোটেলের মালিক বললেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ওই বয়স্কার আজীবন দুপুরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন ৷ তখনই মনে হল ঈশ্বর ওই দেবতুল্য মানুষটির ভাল করুন ৷ আর এই বয়স্কা মানুষটিকে রাখুন দুধে ভাতে থাকেন ৷

  First published:

  Tags: Bangaon, Dutta Pukur, Jessore Road, North 24 Parganas

  পরবর্তী খবর