Home /News /south-bengal /
Crime: কাকিমাকে ধর্ষণের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে! ভাঙড়ের ঘটনা নিয়ে চাঞ্চল্য এলাকায়

Crime: কাকিমাকে ধর্ষণের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে! ভাঙড়ের ঘটনা নিয়ে চাঞ্চল্য এলাকায়

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

Crime: অভিযুক্তকে বারুইপুর মহাকুমার আদালতে পাঠায় কাশিপুর থানার পুলিশ

 • Share this:

  #ভাঙড়: কাকিমাকে ধর্ষণ করার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় ২ নম্বর ব্লকের কাশিপুর থানার অন্তর্গত শোনপুর মেটো আটি এলাকায়। অভিযোগ গত বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাথরুমে গিয়েছিলেন ওই গৃহবধূ। সেই সময় এক যুবক এসে ওই গৃহবধূ মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

  এই ঘটনায় কিছুক্ষণ পরে ওই গৃহবধূ জানতে পারেন যে ওই যুবক আর কেউ নয় তার নিজের ভাইপো মিজানুর মোল্লা ওরফে ভুট্টা মোল্লা। সম্পর্কে ভুট্টার নিজের কাকিমা হয়। এই ঘটনার কথা যাতে ছড়িয়ে না পরে তার জন্য কাকিমাকে ৫০ হাজার টাকা ও একটি কন্যাসন্তান বিয়ে দেওয়ার কথা বলে ভাইপো। তবে এই ঘটনায় ভাইপোর কথায় রাজি হয়নি কাকিমা।

  আরও পড়ুন: ঘরের মাঠেই কোণঠাসা 'ঘরের মেয়ে'! আসানসোল দক্ষিণেও পিছিয়ে বিধায়ক অগ্নিমিত্রা

   তার পরেও রাজি না হওয়ায় কাকিমাকে প্রাণনাশের হুমকি দেয় ভাইপো। এই ঘটনায় অবশেষে বৃহস্পতিবার কাশিপুর থানায় লিখিত অভিযোগ করে কাকিমা। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে কাশিপুর থানার পুলিশ বৃহস্পতিবার মেটো আটি এলাকা থেকে ভাইপো ভুট্টা মোল্লাকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্ত ভাইপো ভুট্টা মোল্লাকে বারইপুর মহাকুমার আদালতে পাঠায় কাশিপুর থানার পুলিশ।
  Published by:Uddalak B
  First published:

  Tags: Crime Against Woman

  পরবর্তী খবর