Home /News /south-bengal /

সচেতনতা বৃদ্ধি ! শৌচালয়ের বিশেষ বিজ্ঞপ্তিতে বিশেষ আকর্ষণ

সচেতনতা বৃদ্ধি ! শৌচালয়ের বিশেষ বিজ্ঞপ্তিতে বিশেষ আকর্ষণ

তবে যেভাবেই শেখার ব্যাপার আসুকই না কেন ভাল কিছু শিখতে সব সময়েই চায় মন

 • Share this:

  #কলকাতা: শিশুর জন্মের পর থেকে তার বেড়ে ওঠা প্রতিটি ক্ষেত্রেই শিক্ষক বা বাড়ির গুরুজনের অত্যন্ত গুরুত্ব অত্যন্ত পরিমাণেই থেকে থাকে ৷ নানান জীবন দর্শনের সঙ্গে তাকে শেখানো হয়ে থাকে কী করা উচিৎ বা কী না করা উচিৎ ?

  সদা সত্য কথা বলবে, সৎ পথে চলবে ৷ কখও অন্যের ক্ষতি করবেনা ৷ লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে তোমাকে হবেই ৷ বাবা, মায়ের মুখ উজ্জ্বল করতে হবে ৷ প্রাথমিক পাঠের পরেই স্কুলের গণ্ডিতে প্রবেশ করে একটি শিশু ৷ তাকে পড়াশুনার পাশাপাশি দেওয়া হয় নীতি শিক্ষার পাঠও ৷

  কিছু সুস্বভাব গড়ে তোলার চেষ্টা করা হয়ে থাকে শিশুটির মধ্যে ৷ তাকে শেখানো হয়ে থাকে ৷ চিবিয়ে চিবিয়ে খাবার খেতে হয় গিলে খেতে নেই, খেতে জল খেতে নেই, বাথরুম ব্যবহারের পরে পর্যপ্ত জল দিতে হয়, দুপুরে খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিতে হয় ইত্যাদি ইত্যাদি ৷ তবে শেখার কোনও বয়স নেই, প্রতিটি মুহূর্তেই শেখা যেতে পারে ৷

  তবে শিক্ষা ও শিল্পের মেলবন্ধন আগে লক্ষ করা যায়নি ৷ তবে যেভাবেই শেখার ব্যাপার আসুকই না কেন ভাল কিছু শিখতে সব সময়েই চায় মন ৷

  First published:

  Tags: Lessons, Toilet, Wall, অঙ্গীকার, চেতনরা বিকাশ, সচেতনতা বৃদ্ধি

  পরবর্তী খবর