ক্যানিং: বাবা দীপংকর দাস ফুটপাতে ফল বিক্রি করেন! এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে কোনওভাবে দিন যাপন করেন। ছেলে প্রিয়াংশু ক্যানিং ডেভিড সেশুন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই ক্যারাটের প্রতি ভালোবাসা তার। ২০১৬ সালে প্রথম এন্ডুকুলামে জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয়। সাফল্যের সঙ্গে চারটি বিভাগে অংশ নিয়ে প্রতিটাতেই প্রথম স্থান পায়। এরপর কান্নুর, মুম্বই, লখনউ, পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, ব্যাঙ্গালুরু, পুনে-সহ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্যারাটের বিভিন্ন বিভাগে অংশ নিয়ে সফলতা পেয়েছে প্রিয়াংশু।
সম্প্রতি কোয়াম্বাটুরে কালারিপাইটু (কেরলের এক যুদ্ধ-নৃত্য)- র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটে বিভাগের চারটেতেই সোনা জিতে নিল প্রিয়াংশু। ইতিমধ্যেই শয়ে শয়ে পুরস্কার জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোর।
এখনও পর্যন্ত মোট তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণ করেছে দরিদ্র পরিবারের ছেলেটি। জাতীয় স্তরে একশোর বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রিয়াংশু। কাতা, কুমি, কালারি ফাইট, উর্মি, ছুবেরু, স্টিক ফাইট, শোর্ড শিল্ড ফাইট সবেতেই সিদ্ধহস্ত সে। ফেব্রুয়ারি মাসে ফুজাইরাতে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকলেও মাধ্যমিক পরীক্ষার জন্য সেখানে যোগ দিতে পারবে না প্রিয়াংশু।
ক্যানিংয়ের অমর সংঘ ক্লাবের ক্যারাটে কোচ সেবাশিস দাসের হাত থেকে ক্যারাটেতে হাতেখড়ি, সেখান থেকে কলকাতার শ্যামবাজারে পরেশ কুমার মিশ্রর কাছে ট্রেনিং নেয় প্রেমাংশু। নিজের ছাত্রের ক্যারাটের প্রতি ইচ্ছা ও একাগ্রতা দেখে কেরলের গুরুকুলে ভাইজু ভারগিসের কাছে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেন তাকে।ছেলেকে মানুষ করতে, একের পর এক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অর্থ জোগাড় করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে পরিবারকে। তবুও ছেলের ইচ্ছেকে মর্যাদা দিতে নিজের শেষ সম্বল দিয়ে ছেলেকে এগিয়ে দিতে চান প্রিয়াংশুর বাবা-মা। বাবা দীপংকর ক্যানিং বাজারে ফুটপাতের উপরে ফল বিক্রি করেন, যা রোজগার হয় তাতে সংসার চালাতেই হিমশিম খান, কিন্তু তারমধ্যেও ছেলের সাফল্যকে গুরুত্ব দিয়ে তার পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা নেন। তবে প্রিয়াংশুর ইচ্ছা সে আগামী দিনে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবে।
অনুপ বিশ্বাসনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: South bengal news