বর্ধমান: রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের থাকার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৈরি হবে পাঁচ তলা বিল্ডিং। রাজ্য স্বাস্থ্য দফতরে এমনই প্রস্তাব পাঠাল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের উপর দুই বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি জেলার একটা বড় অংশের বাসিন্দারা নির্ভরশীল। শুধু তাই নয়, বিহার, ঝাড়খণ্ড থেকেও বহু রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। হাসপাতাল চত্বরেই তাঁদের রাত কাটাতে হয়। সেই সমস্যা দূর করতেই এই বিল্ডিং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাতে এই বিল্ডিংয়ে আশ্রয় নিতে পারবেন রোগীর আত্মীয় পরিজনরা।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি নায়ারণ স্বরূপ নিগম ও স্পেশাল সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য ক্যানসার হাসপাতালের বর্হিবিভাগ খোলার বিষয়ে বৈঠক করতে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসেছিলেন। তখনই তাঁরা লক্ষ্য করেন, যত্রতত্র রোগী ও তাঁদের পরিজনরা বসে রয়েছেন। সে বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, এভাবে রাতেও অনেকেই থাকতে বাধ্য হন।
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, '' স্বাস্থ্য অধিকর্তারা রাতে রোগীদের পরিবারের লোকেদের থাকার বিষয়টি নিয়ে আগের দিনই জানতে চেয়েছিলেন। আমরা সবই জানিয়েছিলাম। তাঁদের নির্দেশেই হাসপাতালে বর্হিবিভাগে আসা রোগী ও তাঁদের পরিবারের রাতে থাকার বিষয়ে একটি পাঁচ তলা ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রায় ১২ কোটি টাকা খরচ হবে এই ভবন নির্মাণের জন্য। আমাদের জায়গা দেখতে বলা হয়েছে। দেখছি আমরা। অনুমোদন এলে সেই কাজ শুরু হবে।''
কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর আত্মীয়- পরিজনদের থাকার ব্যবস্থা রয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সেই ব্যবস্থা হলে খুবই উপকৃত হবেন তাঁরা। রোগী নিয়ে চিন্তিত থাকেন তাঁদের আত্মীয় পরিজনেরা। রাতে অনেক সময় খারাপ লোকের পাল্লায় পড়তে হয় । চুরি কেপমারির ঘটনা প্রায়ই ঘটে। মাথা গোঁজার আশ্রয় মিললে এসব সমস্যা থেকেও মুক্তি পাবেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman