হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দুর্ঘটনায় মৃতের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ, দিঘা নন্দকুমার জাতীয় সড়কে বিক্ষোভ

Accident: দুর্ঘটনায় মৃতের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ, ভয়ানক কাণ্ড ঘটে গেল দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে

বিক্ষোভ উঠেছে চরমে

বিক্ষোভ উঠেছে চরমে

Accident: মঙ্গলবার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে একই দিনে জোড়া দুর্ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়।

  • Share this:

দিঘা: বেপরোয়া গাড়ির তাণ্ডব৷ আর তাতেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা৷ দীর্ঘদিন ধরে এলাকায় এ ভাবেই গাডি় চলছে, কোনও নিয়ন্ত্রণ নেই৷ সেই কারণেই ঘটে চলেছে দুর্ঘটনা, এমনই অভিযোগ স্থানীয়দের৷ আর সেই কারণেই দুর্ঘটনার পর দেহ রাস্তায় ফেলে রেখেই চলল প্রবল বিক্ষোভ৷ উত্তপ্ত হয়ে উঠল দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের খেজুরি থারান কৃষ্ণনগর এলাকা৷

মঙ্গলবার দিঘা নন্দকুমার জাতীয় সড়কে একই দিনে জোড়া দুর্ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়। প্রথমে খেজুরি থানার কৃষ্ণনগরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। গুরুতর জখম হয় এক শিশু। দ্রুতগতিতে থাকা একটি প্রাইভেট বাস দিঘার দিকে যাওয়ার সময় আচমকাই সামনে চলে দু’জনকে চাপা দেয় বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা।

আরও পড়ুন -  Chanakya Niti: ‘এই’ গোপন কথাগুলি কখনই স্বামীদের বলবেন না স্ত্রী-রা, সুখী দাম্পত্যের গোপন চাবি

আরও পড়ুন -  IMD Weather Alert : হু হু করে ঝোড়ো বাতাস, নাছোড় শিলাবৃষ্টি, আবহাওয়ার রুদ্ররূপ জারি, রইল আপডেট

গাড়ির সামনে এসে পড়লে এবং বাসটি তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেমে চেষ্টা করছে।

পৃথক আর একটি দুর্ঘটনায় জাতীয় সড়কের নাজির বাজারে বাসের পেছনে একটি মারুতি ধাক্কা মারে। দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে বলে খবর। জোড়া দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় জানজট তৈরি হয় জাতীয় সড়কে।

সুজিত ভৌমিক

Published by:Uddalak B
First published:

Tags: Accident, Digha