• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • কী নৃশংস! মুক্তিপণের ৭ লাখ টাকা না দেওয়ায় ৯ বছরের কিশোরকে খুন করল দুষ্কৃতীরা

কী নৃশংস! মুক্তিপণের ৭ লাখ টাকা না দেওয়ায় ৯ বছরের কিশোরকে খুন করল দুষ্কৃতীরা

গ্রামে মনসা পুজো দেখতে যাওয়ার জন্য ঘর থেকে সন্ধ্যায় বের হয়েছিল ওই কিশোর। তারপর থেকে আর ফেরেনি ।

গ্রামে মনসা পুজো দেখতে যাওয়ার জন্য ঘর থেকে সন্ধ্যায় বের হয়েছিল ওই কিশোর। তারপর থেকে আর ফেরেনি ।

গ্রামে মনসা পুজো দেখতে যাওয়ার জন্য ঘর থেকে সন্ধ্যায় বের হয়েছিল ওই কিশোর। তারপর থেকে আর ফেরেনি ।

  • Share this:

Saradindu Ghosh

#বর্ধমান: দামোদরের সেচ খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসি থেকে অপহৃত কিশোরের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে গলসির সাঁকো গ্রামে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ওই গ্রামেরই বাসিন্দা। ওই কিশোরকে অপহরণ করে খুন করা হয়েছে জানার পরই অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। অশান্তি ঠেকাতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় গলসির সাকো গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব দলুইয়ের ন’বছরের ছেলে সন্দীপকে অপহরণ করা হয়েছিল। গ্রামে মনসা পুজো দেখতে যাওয়ার জন্য ঘর থেকে সন্ধ্যায় বের হয়েছিল ওই কিশোর। রাত আটটা নাগাদ বুদ্ধদেব বাবুর মোবাইলে ফোন করে বলা হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। তাঁর কাছ থেকে সাত লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর ফের ফোন করে তাঁর স্ত্রীকে প্রথমে পাঁচ লক্ষ টাকা ও পরে তিন লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে না পারলে বা পুলিশকে জানালে ওই কিশোরকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় তারা।

কিশোর অপহরণের খবর পেয়ে তদন্ত শুরু করে গলসি থানার পুলিশ। ওই কিশোরকে উদ্ধারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়ের নেতৃত্বে তদন্ত দল গঠন করে জেলা পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। সেই রাতেই ওই কিশোরকে হাত পা বেঁধে দামোদরের সেচখালে ফেলে দেওয়া হয় বলে সূত্র মারফত জানতে পারে পুলিশ। রাতভর তল্লাশি চালানোর পর শুক্রবার কাকভোরে সেচখাল ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সেই খবর গ্রামে পৌঁছতেই উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। জেলা পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। কেন তারা এই নৃশংস কাজ করলো তা জানার চেষ্টা চালানো হচ্ছে।

Published by:Simli Raha
First published: