corona virus btn
corona virus btn
Loading

পোষা কুকুরকে নিয়ে বচসা ! ৯ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি , বেধড়ক মার

পোষা কুকুরকে নিয়ে বচসা ! ৯ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি , বেধড়ক মার

৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে নৃশংসভাবে মারধর ক্যানিংয়ে

  • Share this:

#ক্যানিং: ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে নৃশংসভাবে মারধর ক্যানিং থানার নিকারীঘাটা অঞ্চলের জয়রাম খালী অঞ্চলে। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা যায়, অন্তঃসত্ত্বা মহিলার নাম আজমীরা শেখ।

স্থানীয় সূত্রে সূত্রে জানা যায়, গত সোমবার আজমিরার বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী সিরাজ মোল্লার কুকুর। কামযাতে যায় আজমিরার জা-কে। ঘটনার কথা সিরাজকে বলতে গেলে শুরু হয় বচসা। এরপরই সিরাজ মোল্লা আর তার পরিবারের সদস্যরা ৯ মাসের অন্তঃসত্ত্বা আজমীরা কে বেধড়ক মারধর করে। লাথি মারা হয় তাঁর পেটেও। আজমিরার পরিবারের লোকজনেরা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ দায়ের করা হয় ক্যানিং থানায়। পুলিশ ঘটনার তদন্তে করছে।

First published: September 3, 2019, 8:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर