#কলকাতা: রাজ্যের করোনা পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে পরিযায়ী শ্রমিকেরা ৷ এ পর্যন্ত স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ভিনরাজ্য ফেরত ৮০ শতাংশ শ্রমিকেরই করোনা রিপোর্ট পজিটিভ ৷ ফলে এক ধাক্কায় রাজ্যের আক্রান্তের সংখ্যাও মাথাচাড়া দিয়ে বেড়েছে ৷ বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়ায় ভিন রাজ্য থেকে ফেরত আসা শ্রমিকদের অধিকাংশই চিন্তা বাড়াচ্ছে ৷ মহারাষ্ট্র থেকে আসা শ্রমিকেরাই সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে ৷
সবচেয়ে উদ্বেগজনক অবস্থা হাওড়া জেলায় ৷ গ্রামীণ হাওড়ায় ৭৬ জন পরিযায়ী শ্রমিক covid 19 আক্রান্ত ৷ এরা প্রত্যকেই কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে ফিরেছিল ৷ ১৪৪ জনের লালারস পরীক্ষা করা হলে ৭৬ জনের শরীরে মেলে করোনা ভাইরাস ৷ প্রতি পরিবারের একজন করে সদস্যের লালারস সংগ্রহ করা হয়েছিল |
বীরভূমের নতুন করে আরও ৯ করোনা আক্রান্তের খোঁজ। গত কয়েক দিনে এদের লালারস সংগ্রহ করা হয়, তাদের রিপোর্ট আসে পজিটিভ। এরা সকলেই পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে অনেকেই মুম্বই ও চেন্নাই ফেরত। এদের মধ্যে অনেকেই ছিল সরকারি কোয়ারেন্টাইনে আবার অনেকেই ছিল হোম কোয়ারেন্টাইনে। তবে পরিযায়ী শ্রমিকদের মধ্যে যেভাবে সংক্রমণ দেখা যাচ্ছে তাতে বীরভূম জেলা প্রশাসন যথেষ্ট চিন্তায়।
এছাড়াও ভিনরাজ্য থেকে ফেরত আসা মুর্শিদাবাদের ৯ পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণ মিলেছে ৷ দেগঙ্গাতেও ৪ করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকের রিপোর্ট সামনে এসেছে ৷ উত্তর দিনাজপুরে ৬ পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত ৷
আমফান দাপটে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন আসা সাময়িকভাবে স্থগিত ছিল ৷ বুধবার রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফিরছে আরও ২১টি ট্রেন ৷ মঙ্গলবারই মহারাষ্ট্র থেকে আরও পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন রওনা হয়েছে ৷ প্রতি ট্রেনে গড়ে ১২০০-১৬০০ যাত্রী থাকবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Migrant workers