হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ওজন প্রায় ৭০ কেজি, দিঘার সি-বিচে উদ্ধার বিরল রিডলে প্রজাতির মৃত কচ্ছপ !

ওজন প্রায় ৭০ কেজি, দিঘার সি-বিচে উদ্ধার বিরল রিডলে প্রজাতির মৃত কচ্ছপ !

বড়সড় চেহারার কচ্ছপটি রিডলে প্রজাতির বলেই মনে করা হচ্ছে।

  • Last Updated :
  • Share this:

#দিঘা: ৭০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপটি আজ, মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে দিঘার মাইতি ঘাট লাগোয়া সি বিচের ধার থেকে। আঘাতের কারনেই কচ্ছপটির মৃত্যু হয়েছে বলে মনে করছে বন দফতর। কচ্ছপটির মুখের কাছে রক্তের দাগও রয়েছে।

বড়সড় চেহারার কচ্ছপটি রিডলে প্রজাতির বলেই মনে করা হচ্ছে। সকালে পর্যটকরাই প্রথমে দেখতে পায় মৃত কচ্ছপটিকে। খবর জানাজানি হতেই মৃত কচ্ছপটিকে দেখার পাশাপাশি সেটিকে পাশে রেখে সেলফি তোলার হুড়োহুড়ি পড়ে যায় দিঘার সি বিচে।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে কচ্ছপটিকে মাটিতে পুঁতে দিয়ে যায়। এদিকে, একের পর এক বিরল প্রজাতির  ডলফিন থেকে কচ্ছপ-সহ সামুদ্রিক জীবের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদরা। সমুদ্র এবং নদীতে একের পর এক জলজ প্রাণীর মৃত্যুতে উদ্বিগ্ন সকলেই।

Sujit Bhowmik

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Turtle