#বনগাঁ: রথের মেলায় ছিনতাই করতে এসে ধৃত ৭ মহিলা ও ৪ শিশু। সকলেই পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। পুলিশের তরফে জানানো হয়েছে, ১১ জনের এই দল মূলত মেলা বা জনবহুল এলাকায় 'অপারেশন' চালান। ভিড়ের সুযোগ নিয়ে কখনও গলার হার, কখনও বা টাকা-পয়সা, ব্যাগ ছিনতাই করেন। তারপরেই নিমেষে মিশে যান ভিড়ের মধ্যে। দলবদ্ধভাবে এই 'অপারেশন' চালানো হয়।
এ'বছর রথের দিনও তাঁরা হাজির হয়েছিলেন বনগাঁর রথের মেলায়। খুব সূক্ষ্মভাবে দেদার ছিনতাইও করেন! লোভে পড়ে উলটো রথের দিন ফের হাজির হন মেলায় । একইরকমভাবে চলতে থাকে 'অপারেশন'! কিন্তু, রথের দিন ছিনতাইয়ের অভিযোগ আগেই দায়ের হয়েছিল বনগাঁ থানায়।
কাজেই, উলটো রথের দিন সতর্ক ছিল পুলিশ প্রশাসন। আগে থেকেই সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে ছিলেন একাধিক পুলিশ। নজর ছিল ছিনতাইকারীদের উপর। তারা 'অপারেশন' চালাতে গেলেই হাতেনাতে গ্রেফতার করেন । ধৃতদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা ও গয়না উদ্ধার করেছে পুলিশ। আজ তাঁদের বনগাঁ আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন-পণের টাকা দিতে না পারায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, আটক স্বামী