হোম /খবর /দেশ /
উত্তরাখণ্ডে এখনও আটকে বাংলার সাত পর্বতারোহী! উৎকণ্ঠায় আকুল পরিজনেরা

Uttarakhand Disaster| Bengali Mountaineers missing| উত্তরাখণ্ডে এখনও আটকে বাংলার সাত পর্বতারোহী! উৎকণ্ঠায় আকুল পরিজনেরা

উত্তরাখণ্ডে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন সাত বাঙালি।

উত্তরাখণ্ডে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন সাত বাঙালি।

Uttarakhand Disaster| Bengali Mountaineers missing| চলতি বছর পুজোর সময় নবমীর দিন ট্রেকিংয়ের উদ্যেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো আট জনের পাশাপাশি এই সাত জন বেরিয়ে পড়েন উত্তরাখন্ডে।

  • Last Updated :
  • Share this:

#নৈনিতাল: উত্তরাখণ্ডের পাহাড়ে ট্রেকিং এ গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ার সাত পর্বতারোহীর। উৎকন্ঠায় দিন কাটছে বাংলার সাতটি পরিবারের।

পাহাড়ে ট্রেকিংয়ের নেশা একই গ্রামের সাতজনকে টেনে নিয়ে গিয়েছিল উত্তরাখন্ডে। নির্বিঘ্নে শুরুও হয়েছিল ট্রেকিং। কিন্তু গত রবিবারের পর থেকে গত তিনদিন ওই সাত জনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ার ওন্দা ব্লকের আগড়দা পুরুষোত্তমপুর গ্রামে বববাসকারী ওই সাতজনের পরিবারের। উত্তরাখন্ডের প্রাকৃতিক বিপর্যয়ের খবর এসে পৌঁছেছে বাঁকুড়ার এই গ্রামে। স্বাভাবিক ভাবেই একরাশ উদ্বেগ আর উৎকন্ঠায় কাটছে পরিবারগুলির প্রহর।

বাঁকুড়ার আগড়দা পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা সবুজ বরণ মন্ডল, অরণ্য দেব মন্ডল, পুষ্পেন মন্ডল, বিকাশ রায়, ত্রিপুরারি কুন্ডু, মৃত্যুঞ্জয় পাল ও অন্বেষা সিং পাল হাতে অবসর সময় পেলেই বেরিয়ে পড়েন পাহাড়ে। এই সাত জনের মধ্যে বিকাশ রায় চাইল্ড ডেভলপমেন্ট অফিসার। বাকি ৬ জনই পেশায় শিক্ষক।

আরও পড়ুন-বনগাঁয় জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে যুবতীকে গণধৰ্ষণ! ধৃত অভিযুক্ত

চলতি বছর পুজোর সময় নবমীর দিন ট্রেকিংয়ের উদ্যেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো আট জনের পাশাপাশি এই সাত জন বেরিয়ে পড়েন উত্তরাখন্ডে। মোট পনেরো জন ট্রেকার দলের ট্রেকিং করার কথা ছিল উত্তরাখন্ডের হারকিদুন থেকে রুইনসারা তাল পর্যন্ত। আবহাওয়া ভালো থাকায় রবিবার হারকিদুন থেকে রুইনসারা তালের উদ্যেশ্যে ট্রেকিং শুরু করে দলটি।

ট্রেকিং শুরুর আগে সকলেই পরিবারের সাথে টেলিফোনে কথা বলেন। কিন্তু তারপর থেকে আর তাঁদের সাথে যোগাযোগ করতে পারছেন না পরিবারের লোকজন। এদিকে গতকাল টিভিতে উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের খবর দেখার পর থেকেই উৎকন্ঠা শুরু হয় পরিবারগুলির। উদ্বেগে দু'চোখের পাতা এখন এক করতে পারছেন না ওই সাত পর্বতারোহীর পরিবার।

ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে পরিবারগুলির সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু পুলিশের তরফেও এখনো পর্যন্ত পর্বতারোহীদের কোনো সংবাদ না মেলায় উদ্বেগ কাটছে না এই পরিবারগুলির।

Published by:Arka Deb
First published:

Tags: Uttarakhand