#মুর্শিদাবাদ: বজ্রপাতে ছয়জনের মৃত্যু হল মুর্শিদাবাদ জেলায়। তিনজন মারা যায় ভরতপুরের ও অপর তিনজন সাগরদিঘী থানা এলাকায়। মাঠে কাজ করার সময় ভরতপুরের তাল গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় জনি শেখ(১৮), মতিউর শেখ(৩৫) ও বড়গাছী গ্রামের শিফালী শেখ(৫৫)। ভরতপুরের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সাগর দিঘিতে মারা যায় শিবরাত মাহাতো, সমর মন্ডল ও ভারতী মণ্ডল। মৃতদের বাড়ি সাগরদিঘী থানার বিশ্বনাথ করে। আরও দুই জন গুরুতর আহত হয়েছে তাদের সাগরদিঘী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রাঘাতে মৃত তিনজন- এদিন বিকেল তিনটের সময় বেগুন ক্ষেতে কাজ করতে যায় সাতজন শ্রমিক ৷ বিকেলে বৃষ্টি এলে বৃষ্টি থেকে বাঁচার জন্য মাঠেই একটা ডিপ ঘরে আশ্রয় নেই জমির মালিক সহ পাঁচ জন ৷ তাদের কাছাকাছিই বাজ পড়ে ৷
ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সাগরদিঘী হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করে। তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা তাদের নাম ,সমর মণ্ডল (৩০), ভারতী মণ্ডল (৪০) শিবরাত মাহাতো (৪৫) ৷ বাকী দুইজন রাজুবালা মণ্ডল এবং তেতত্রী মাহাতো গুরুতর অবস্থায় সাগরদীঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি। তাদের সকলের বাড়ি সাগরদিঘী বিশ্বনাথপুর ৷ এলাকার বিধায়ক সুব্রত সাহা নিহতদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান ও তাদের আর্থিক সহযোগিতা করেন।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, Thunderstorm