corona virus btn
corona virus btn
Loading

বাঁকুড়ায় উদ্ধার প্রচুর ছেঁড়া ৫০০ ও ১০০০ টাকার নোট !

বাঁকুড়ায় উদ্ধার প্রচুর ছেঁড়া ৫০০ ও ১০০০ টাকার নোট !

রাস্তার ধার থেকে প্রচুর ৫০০ ও হাজার টাকার ছেড়া নোট উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ ।

  • Share this:

#বাঁকুড়া:   রাস্তার ধার থেকে প্রচুর ৫০০ ও হাজার টাকার ছেড়া নোট উদ্ধার করল বাঁকুড়া সদর থানার পুলিশ ।

আজ শুক্রবার দুপুরে বাঁকুড়ার বড় ষোলো আনা এলাকায় রাস্তার ধারে নোট গুলিকে ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর ছড়িয়ে পড়তেই ছেঁড়া নোট দেখতে এলাকায় অসংখ্য মানুষের ভিড় জমে যায় । খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানাতেও । সদর থানা থেকে পুলিশ গিয়ে ছেড়া নোট গুলি উদ্ধার করে ।

বড় ষোলো আনা এলাকা বাঁকুড়া শহরের অন্যতম ব্যবসার এলাকা । কোনও ব্যবসায়ীর কাছে কালো টাকা হিসাবে থেকে যাওয়া নোট গুলি এই ভাবে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান । টাকার অঙ্ক কত ? তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি ।

15909798_1563960393618303_1282241107_n copy

First published: January 6, 2017, 3:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर