#আসানসোল: আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে সিধাবাড়ি গ্রামকে দত্তক নিয়েছিলেন বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়। কতটা আদর্শ হয়ে উঠল সিধাবাড়ি গ্রাম, খোঁজ নিল নিউজ এইটিন বাংলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ছিল, প্রত্যেক সাংসদকে নিজের কেন্দ্রে একটি গ্রাম দত্তক নিয়ে তাকে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে হবে। সেই ঘোষণা অনুযায়ী বাবুল সুপ্রিয় সালানপুর ব্লকের সিধাবাড়ি গ্রাম দত্তক নিয়েছিলেন। কতটা কাজ হয়েছে সেখানে, খোঁজ নিতে গ্রামে পৌঁছাল News18।
বাসিন্দারা জানালেন অনেক কাজই হয়েছে। তবে আরও কিছু কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ। তা হয়নি গত ৫ বছরে। গ্রামে রাস্তাঘাট, নর্দমা, সৌরবাতি, গভীর নলকূপ করা হয়েছে। অনেক বাড়িতে শৌচাগারও হয়েছে। কিছু বাড়িতে এখনও তৈরি হয়নি। রয়েছে পানীয় জলের সমস্যাও। যদিও সাংসদের দাবি, কাজ হয়েছে অনেকটাই। তাঁর অভিযোগ, বহু কাজ প্রশাসনিক অসহযোগিতার কারণে করতে পারেননি।
অসমাপ্ত কাজ দ্বিতীয়বার সাংসদ হয়ে শেষ করবেন, তেমনই পরিকল্পনা বাবুল সুপ্রিয়র। সে পরিকল্পনা বাস্তবে রূপায়িত হবে কিনা, তা জানা যাবে ২৩ মে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol MP Babul Supriyo, Asansol S25p40, Babul supriyo, Elections 2019, Lok Sabha elections 2019, West Bengal Lok Sabha Elections 2019