#দিঘা: দিঘায় চাঞ্চল্য। যা নিয়ে চাঞ্চল্য, তা হলো দিঘার সমুদ্রে ভাসমান পাঁচ পাঁচটি পাথর বোঝাই ডাম্পার লরিকে ডাঙায় তোলাকে ঘিরেই। বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সন্ধ্যা। প্রায় চব্বিশ ঘণ্টা সময় পার করার পরই দিঘার সমুদ্রে ভেসে যাওয়া পাঁচটি ডাম্পারকে ডাঙায় তোলা সম্ভব হয়েছে।
সম্ভব হয়েছে বড় বড় ক্রেনের সাহায্য নিয়েই এবং সারাদিন কসরত করার পরই। সমুদ্রের ওপর একাধিক যন্ত্রের কসরতের এই নতুন ধরনের ঘটনা দেখতেই গতকাল সন্ধ্যার পর পর এবং আজ সকাল থেকেই সি বিচের ধারে দাঁড়িয়ে উৎসুক মানুষের ভীড় দেখা যায়। দেখা যায় সমুদ্র থেকে গাড়ি তোলার টানটান চেষ্টা আর তাকে ঘিরে মানুষের সে কি উন্মাদনা! আসলে দিঘার সৈকতে অনেক ধরনের ঘটনাই সারাদিন দেখা যায়, সমুদ্র শহরে বেড়াতে আসা পর্যটকরা সেসব প্রতিদিনই চাক্ষুষ করেন। কিন্তু উত্তাল সমুদ্রে এভাবে গাড়ি তলিয়ে যাওয়া এবং সংখ্যার হিসেবে একাধিক গাড়ি, এবং যা তুলতে গিয়ে হিমশিম অবস্থা হতে হচ্ছে মানুষ আর যন্ত্র দানবদের, সেসব নিয়ে কৌতুহলী হয়ে ওঠেন সকলেই। কৌতুহলটা বৃহস্পতিবার বিকেলে, যখন উত্তাল সমুদ্রে পাঁচ পাঁচটি পাথর বোঝাই ডাম্পার লরির তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে, তখন থেকেই। শেষ পর্যন্ত ভাটার সময় সময় অতি দ্রুত গতিতে কাজ করা এবং সমুদ্রে জোয়ার এলেই কাজ বন্ধ, এভাবেই প্রায় চব্বিশ ঘন্টার চেষ্টার পর সমুদ্র থেকে ডাঙায় উঠলো ডাম্পার গাড়িগুলি। যা স্বস্তি ফিরিয়ে দিলো সমুদ্র শহরের সকলকেই!
SUJIT BHOWMIK