বাঁকুড়া: যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ক্রিকেট সর্বোচ্চ স্কোর ৪৯৮, সেখানে বাঁকুড়ার একটি টিম মাত্র ৪০ ওভারেই করল ৪৪৫ রান!
গতকাল অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছে ভারত। রেকর্ডের পাহাড় তৈরি করে লজ্জাজনক হার উপহার দিয়েছে অতিথি নিউজিল্যান্ডকে। সেরকমই রেকর্ড কিন্তু বাঁকুড়া ক্লাব ক্রিকেট সাম্প্রতিক ঘটেছে। মাত্র ৪০ ওভার এ ৪৪৫ রান।
আরও পড়ুন- এমন সুন্দরী স্ত্রী নাকি আর কোনও ভারতীয় খেলোয়াড়ের নেই! ভাইরাল ছবি দেখেছেন?
যারা ক্রিকেট বোঝেন, ক্রিকেট খেলেছেন তাঁরা জানেন, এই পরিসংখ্যানটি কতটা অবাক করা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সুপার ডিভিশনের ক্রিকেট লিগের চতুর্থ খেলায় ক্রিকেট একাডেমি বনাম সানবাঁধার ম্যাচে।
বাঁকুড়া ক্রিকেট একাডেমির জয় ভকত করেন ৮৭ বলে ১৬২ রান এবং অভিজিত সাহা ৫৪ বলে ৮৩ রান, সুদীপ্ত সহিস ৩৭ বলে ৬৫ রান ও অভিষেক খান ১৫ বলে ৪৩ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে সানবাঁধা ১০০ রানে অলআউট হয়ে যায়। জয়ের হাত ধরেই তৈরি হয় এই অনবদ্য রেকর্ড। বাঁকুড়ার ক্লাব ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান।
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জেলার ক্লাব ক্রিকেটের আকাশ পাতাল তফাৎ থাকলেও ৪০ ওভারে ৪৪৫ রান করাটা যে চাট্টিখানি কথা নয়, সেটা মনে করছেন অনেকেই।
আরও পড়ুন- আফ্রিদির হবু জামাই এখন পুলিশ! এই ভয়ঙ্কর পেসারের সঙ্গে মেয়ের বিয়ে পাকা
এই পরিসংখ্যান বলে দেয় বাঁকুড়া জেলার ক্রিকেটে উন্নতির কথা। গতকাল ভারতের অনবদ্য রেকর্ড জয় আবারও মনে করিয়ে দিল ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ বেঙ্গল অনুমোদিত বাঁকুড়া ক্রিকেট একাডেমির ৪০ ওভারে রেকর্ড ৪৪৫ রান এর কথা।
Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।