corona virus btn
corona virus btn
Loading

সিউড়ির পুরন্দরপুরের বান্ধব সমিতির এবারের চমক ৪৩ ফুট দীর্ঘ কালী প্রতিমা

সিউড়ির পুরন্দরপুরের বান্ধব সমিতির এবারের চমক ৪৩ ফুট দীর্ঘ কালী প্রতিমা
গতকাল ফাল্গুন মাসের প্রথম প্রথম একাদশী ছিল এই বাংলার সংস্কৃতিতে এই ফাল্গুন মাসের গুরুত্ব অপরিসীম বলেই মনে করা হয়ে ৷

৪৩ ফুট লম্বা কালী। চমক দিতে তৈরি বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের বান্ধব সমিতি।

  • Share this:

#বীরভূম: ৪৩ ফুট লম্বা কালী। চমক দিতে তৈরি বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের বান্ধব সমিতি। আকারে দীর্ঘ কালী প্রতিমাই এই ক্লাবের USP। এবারের ভাবনাও মানুষের মনে ধরবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

বিশাল আকার প্রতিমা। বাঁশ খড়ের কাঠামোয় পড়ছে মাটির প্রলেপ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চূড়ান্ত ব্যস্ততা বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের বান্ধব সমিতিতে। তাদের এবারের চমক ৪৩ ফুট দীর্ঘ কালী প্রতিমা।

এবছর ১৩ বছরে পা দিল বান্ধব সমিতির পুজো। প্রত্যেক বছর আকারে দীর্ঘ কালী প্রতিমা বানানোই এই ক্লাবের বিশেষত্ব।

বীরভূম ও তার পার্শ্ববর্তী অঞ্চল তো বটেই, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও এই ঠাকুর দেখতে আসেন বহু মানুষ।

প্রতি বছরের মত এবারও তাদের কালী প্রতিমা দেখতে ভিড় করবেন মানুষ। আশাবাদী, পুজো উদ্যোক্তারা।

First published: October 17, 2017, 9:34 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर