#বিষ্ণুপুর: সদ্যোজাত দুই হস্তিশাবক নিয়ে ৪২ হাতির দল প্রবেশ করল বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের কোশিরবাধ জঙ্গলে। বেশ কয়েকদিন ধরে বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় তান্ডব চালিয়েছে এই দলটি। ফের দলটিকে পশ্চিম মেদিনীপুরে ফেরানোর চেষ্টায় বনদফতর।
এদিন ভোরে উত্তর বন বিভাগ ছেড়ে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের জঙ্গলে প্রবেশ করে দলটি। মঙ্গলবার সকালে জয়পুরের জঙ্গলে বিষ্ণুপুর কলকাতা রাজ্য সড়ক অতিক্রম করে বাসুদেবপুরের কোশিরবাধ জঙ্গলে ঢুকে পড়ে দলটি।
বনদফতর সুত্রে জানা গিয়েছে, হাতির দলটি পশ্চিম মেদিনীপুরের মুখে রয়েছে। দলের মধ্যে দুটি সদ্যোজাত হস্তিশাবক এবং বাচ্চা হাতি রয়েছে সেই দিকে সজাগ দৃষ্টি রেখেই দলটিকে ধীরে ধীরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে।
Mritunjoy Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephants