#কলকাতা : সাত সকালেই পশ্চিমবঙ্গে ভূমিকম্পের ধাক্কা৷ সকাল ৭.৫৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পশ্চিমের জেলাগুলিতে৷ দুর্গাপুরে কম্পনের মাত্রা ছিল ৪.১ ৷ ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি (NCS) এই ভূমিকম্পের কথা জানিয়েছে৷
Earthquake of Magnitude:4.1, Occurred on 26-08-2020, 07:54:02 IST, Lat: 23.79 & Long: 88.36, Depth: 10 Km ,Location: 110km ENE of Durgapur, West Bengal, Indiafor more information https://t.co/r5wyQMQ2gf pic.twitter.com/RpTsM4foxE
— National Centre for Seismology (@NCS_Earthquake) August 26, 2020
এদিকে দুর্গাপুর ছাড়া নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমানে কম্পন অনুভূত হয়েছে৷ এদিকে দিন চারেক আগেও একবার এই এলাকাতেই ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ সেই সময়েও নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেও এই কম্পন টের পাওয়া গিয়েছিল৷ এই ভূমিকম্পটির উৎসস্থল ছিল আন্দামানের কাছাকাছি৷