#মেদিনীপুর: ওড়িশা থেকে পায়ে হেঁটে মেদিনীপুর শহরে এসে পৌঁছালেন ৪ পরিযায়ী শ্রমিক। ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত ৭০ কিমি পথ পেঁয়াজের গাড়িতে চেপে আসার পর, নয়াগ্রাম হয়ে পায়ে হেঁটে আজ মেদিনীপুর শহরে এসে পৌঁছন ওই চার পরিযায়ী শ্রমিক। তাঁরা জানতে পারেন, কোতোয়ালি থানার পুলিশের কাছে গেলে সাহায্য মিলতে পারে। সে জন্য আজ মেদিনীপুর কোতওয়ালী থানায় এসে হাজির হন ওই চার পরিযায়ী শ্রমিক। তাঁদের দেখতে পেয়ে ফুলের মালা পরিয়ে টিফিনের ব্যবস্থা করে বিজেপি। পরে কোতোয়ালি থানার ভেতরে একটি মন্দিরে তাঁদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। পুলিশ তাঁদের দুপুরের খাবারের ব্যবস্থা করে। চার পরিযায়ী শ্রমিককে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় পাঠানোর ব্যবস্থা করছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Migrant Labours, Returns