Home /News /south-bengal /
West Bengal News: রাজ্যের কৃষি ক্ষেত্রের জন্য বিরাট খবর, ফের শিরোনামে আসতে চলেছে বীরভূম! কিন্তু কেন?

West Bengal News: রাজ্যের কৃষি ক্ষেত্রের জন্য বিরাট খবর, ফের শিরোনামে আসতে চলেছে বীরভূম! কিন্তু কেন?

প্রতীকী ফাইল

প্রতীকী ফাইল

West Bengal News: জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এ বিষয়ে সম্মতি রয়েছে, চলছে জায়গা দেখার কাজ। মঙ্গলবার এমনটাই জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ৷

 • Share this:

  #বোলপুর: রাজ্য তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় হতে চলেছে বীরভূমে৷ এমনটাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এই মর্মে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জেলা বীরভূম সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এ বিষয়ে সম্মতি রয়েছে, চলছে জায়গা দেখার কাজ। মঙ্গলবার এমনটাই জানালেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ৷

  এদিন বোলপুরের কাঁকুটিয়া শান্তিদেব ঘোষ উচ্চ বিদ্যালয়ে মঞ্চ উদ্বোধনের একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী তথা বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিংহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যে তৃতীয় কৃষি বিশ্ববিদ্যালয় হতে চলেছে বীরভূমে৷ ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী আরও জানান, রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ মুখ্যমন্ত্রী কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সবুজ সংকেতও দিয়েছেন৷

  আরও পড়ুন: হলফ করে বলা যায় এভারেস্টের এই রূপ আপনি দেখেননি! ভিডিও ভাইরাল

  এদিকে, সিঙ্গুরের জমিতে শিল্পস্থাপনের দাবিতে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর উপস্থিতেতে স্থাপন করা প্রতীকী শিলান‍্যাস ফলককে ভেঙে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাল DYFI নেতা কর্মীরা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় সিঙ্গুরে প্রকল্প এলাকায় জমির সামনে ফলক লাগানো হয়েছিল। দাবি ছিল, ক্ষমতায় আসার পর প্রকল্প এলাকায় শিল্প কারখানা গড়ে তোলা হবে। এরপর থেকে ওই ফলক লাগানো ছিল।

  আরও পড়ুন: পাড়ার কুকুরগুলোর প্রবল চিৎকার, এরপরই বাড়ির বাথরুমে যা দেখা মিলল, চক্ষু চড়কগাছ

  কিন্তু আজ সকালে দেখা যায়, ফলকটি মাটিতে পড়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়তে দলীয় পতাকা হাতে বিক্ষোভে সামিল হন বামপন্থী যুব সংগঠনের সদস‍্যরা। ডিওয়াইএফআই জেলা সভাপতি সুমন মাল-এর দাবি, শিল্প করতে না পারার হতাশা থেকেই শাসক দল এ কাজ করেছে। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমুল কংগ্ৰেসের দুধকুমার ধাড়া।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: West Bengal news

  পরবর্তী খবর