corona virus btn
corona virus btn
Loading

দাম আকাশছোঁয়া ! বিয়েতে নবদম্পতিকে ৩০ কেজি পেঁয়াজ উপহার বন্ধুদের

দাম আকাশছোঁয়া ! বিয়েতে নবদম্পতিকে ৩০ কেজি পেঁয়াজ উপহার বন্ধুদের
  • Share this:

#বর্ধমান: পেঁয়াজের দাম ক্রমশ বেড়েই চলেছে ৷ দাম যে এতটা আকাশছোঁয়া হতে পারে, সেটা কারোর পক্ষে আন্দাজ করাটাও কঠিন ৷ কিন্তু পেঁয়াজের দাম যখন অগ্নিমূল্য, তখন বিয়েবাড়ি তো আর থেমে থাকে না ৷ বিয়েতে অতিথিদের খাওয়ানোর খরচও এখন অনেকাংশেই বেড়ে গিয়েছে ৷ পেঁয়াজের দাম তুমুল বেড়ে যাওয়াতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ তবে এর মধ্যেই ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা ৷ বিয়েতে উপহার হিসেবে নব-দম্পতির হাতে ৩০ কেজি পেঁয়াজ তুলে দিল বন্ধুরা !

ঘটনাটি ঘটেছে বর্ধমানের রাজগঞ্জে ৷ সঙ্গীতা কুণ্ডু এবং শুভম রায়ের বিয়েতে এই মজার ঘটনারই সাক্ষী থাকলেন উপস্থিত সকলে ৷ গায়ে হলুদ অনুষ্ঠানের পরেই উপহার হিসেবে পাত্রীর হাতে ৩০ কেজি পেঁয়াজ তুলে দেন তাঁর বান্ধবীরা ৷ পেঁয়াজ এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। সোনার দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাই এখন বিয়েবাড়িতে এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে ?

First published: December 3, 2019, 4:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर