#কাঁথি: কাঁথির হেঁড়িয়ায় চিংড়ি মাছের প্রসেসিং সেন্টারে গ্যাস লিকের ঘটনায় তিনজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের অঞ্চলে! কারখানার ভিতরে গ্যাস চেম্বারে কাজ করার সময়ই গ্যাস লিক করায় ৩ কর্মী অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তমলুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, কারখানায় কাজ চলাকালীনই গ্যাস লিক করতেই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় কর্মরত অবস্থায় তিন কর্মী জখম হয়ে পড়েন। তিন আহত শ্রমিকের নাম শম্ভু জানা, বিশ্বজিৎ বর এবং দেবাশীষ কাটুয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kanthi