হোম /খবর /দক্ষিণবঙ্গ /
কাঁথির কারখানায় গ্যাস-লিক, আশঙ্কাজনক অবস্থায় ৩ কর্মী

কাঁথির কারখানায় গ্যাস-লিক, আশঙ্কাজনক অবস্থায় ৩ কর্মী

শনিবার সিলিন্ডার লিক করলে গ্যাস বেরতে থাকে। কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। যদিও গ্যাস লিক নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি।

  • Last Updated :
  • Share this:

#কাঁথি: কাঁথির হেঁড়িয়ায় চিংড়ি মাছের প্রসেসিং সেন্টারে গ্যাস লিকের ঘটনায় তিনজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের অঞ্চলে! কারখানার ভিতরে গ্যাস চেম্বারে কাজ করার সময়ই গ্যাস লিক করায় ৩ কর্মী অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তমলুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, কারখানায় কাজ চলাকালীনই গ্যাস লিক করতেই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় কর্মরত অবস্থায় তিন কর্মী জখম হয়ে পড়েন। তিন আহত শ্রমিকের নাম শম্ভু জানা, বিশ্বজিৎ বর এবং দেবাশীষ কাটুয়া।প্রথমে তাদের হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে অবস্থানর অবনতি হতে থাকলেতমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে সবদিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার পরিকাঠামো সংস্কার না করার ফলে ধীরে ধীরে সমস্যা বাড়ছিল। শনিবার সিলিন্ডার লিক করলে গ্যাস বেরতে থাকে। কর্মীরা অসুস্থ হয়ে পড়েন।যদিও গ্যাস লিক নিয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি।

Sujit Bhowmik
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Kanthi