হোম /খবর /দক্ষিণবঙ্গ /
একইদিনে ২৭২ কিলোমিটার নতুন রাস্তার কাজের সূচনা! বরাদ্দ ৮৪ কোটি টাকা

একইদিনে ২৭২ কিলোমিটার নতুন রাস্তার কাজের সূচনা! বরাদ্দ ৮৪ কোটি টাকা

Maldah: গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প, দাবি প্রশাসনের।

  • Share this:

মালদহ: মালদহ জেলায় পঞ্চায়েত ভোটের আগে ২৭২ কিলোমিটার নতুন রাস্তার কাজের সূচনা হল মঙ্গলবার। একইদিনে এত বিপুল পরিমাণ রাস্তার কাজের সূচনা নজিরবিহীন।

নতুন রাস্তাগুলি তৈরিতে খরচ হবে ৮৪ কোটি ৪০ লক্ষ টাকা। এর মধ্যে অধিকাংশই হবে পাকা কংক্রিটের তৈরি। কিছু এলাকায় রাস্তা হবে পিচের। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজারের যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় প্রশাসনিকভাবে নতুন কাজের সূচনা করা হয়।

আরও পড়ুন- ৭০০ গ্রাম ওজনের নবজাতক! ৯১দিনের লড়াই, মায়ের কোল খালি হতে দিলেন না চিকিৎসকরা

বর্ষার আগেই যত বেশি সম্ভব রাস্তা তৈরির কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন।মঙ্গলবার থেকে গোটা রাজ্যেই শুরু হয়েছে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প।

প্রশাসন সূত্রে খবর, এই প্রকল্পে মালদহে ২৯৮টি রাস্তা তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আয়তন হিসেবে জেলায় তৈরি হবে ২৭২.৬৩ কিলোমিটার নতুন রাস্তা। মূলত গ্রামীণ এলাকাগুলিতেই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হচ্ছে।

এই প্রকল্পগুলির মধ্যে বেশিরভাগ অংশই রূপায়িত হবে বিভিন্ন পঞ্চায়েত সমিতিগুলির মাধ্যমে। এর পাশাপাশি মালদা জেলা পরিষদও বেশ কিছু রাস্তার রূপায়ণের দায়িত্ব পাচ্ছে। এছাড়াও কিছু প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকবে রাজ্য গ্রামীন পরিকাঠামো উন্নয়নের  দায়িত্বপ্রাপ্ত সংস্থা এসআরডিএ।

আরও পড়ুন- হাবড়ার গর্ব এই ছেলে, দারিদ্রতাকে পিছনে ফেলে খেলায় নজির এই ছাত্রের

এদিন যে বিপুল পরিমাণ রাস্তার কাজের সূচনা করা হয়েছে তার মধ্যে প্রায় ২৬৯.৬২ কিলোমিটার রাস্তা তৈরি হবে কংক্রিটের। বাকি ৬৯.০১ কিলোমিটার হবে পিচ রাস্তা।

সবচেয়ে বেশি ২৪৯ টি প্রকল্পের রূপায়ণ করবে বিভিন্ন পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিগুলির মাধ্যমে খরচ হবে ৫৪ কোটি টাকারও বেশি। মালদহ জেলায় ২৭ টি রাস্তা তৈরির প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকছে এসআরডিএ।

ওই সংস্থার মাধ্যমে খরচ হবে ১৮ কোটি ৮৮ লক্ষ টাকা। এছাড়া আরও ২২টি বড় রাস্তার কাজ করবে মালদহ জেলা পরিষদ। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে জেলা পরিষদের মাধ্যমে খরচ হবে ১১ কোটি টাকারও বেশি

প্রশাসনের দাবি, এই রাস্তাগুলির কাজ শেষ করা হলে গ্রামীণ এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

এদিন প্রকল্পের সূচনা পর্বে উপস্থিত ছিলেন মালদাহের জেলা শাসক নিতেন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশিষ্টরা।

Published by:Suman Majumder
First published:

Tags: Maldah, Road