#তমলুক : মন ভাল করা খবর দিল পুলিশ। কী সেই খবর ? কয়েক দিন আগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন ব্য়বহারকারীরা। তাঁদের হাতে হারানো মোবাইল তুলে দিল তমলুক পুলিশ।
নিজের শখের মোবাইল হারিয়ে মন খারাপ করে নাওয়া খাওয়া বন্ধ করেছিলেন অনেকেই। তমলুকের এমনই মন খারাপ করা ২৭ জনের হাতে তাদের খোওয়া যাওয়া মোবাইল ফেরত দিলেন পুলিশ।
ট্রেনে, বাসে চুরি বা ছিনতাই হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত চাইতে পুলিশের কাছে এই কদিনের অনেকেই গিয়েছিলেন। তাঁদের অভিযোগ পেয়ে, বিশেষ অভিযান শুরু করেছিল জেলা পুলিশের একটি টিম।
চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়ার দামি মোবাইল ফোন খুঁজে বার করল পুলিশ। মঙ্গলবার তা তুলে দেওয়া হল, তমলুক শহরের ২৭ জন মানুষের হাতে। নানা ভাবে খোয়া যাওয়া ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস।
গত এক-দেড়মাসে তমলুক অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে বহু মানুষেরই মোবাইল ফোন চুরি, ছিনতাইয়ের অভিযোগ জমা পড়ছিল। তারই কিনারা হল এদিন।
Sujit Bhoumik
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।