#অশোকনগর: দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মেজাজ হারালেন তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ দীর্ঘক্ষণ ধরে মিছিল চলতে থাকায় মাঝপথেই প্রচার গাড়ি থেকে নেমে যান অভিনেত্রী সাংসদ৷
শনিবার বিকেলে উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে গিয়েছিলেন নুসরত৷ অশোকনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুমা থেকে কচুয়া পর্যন্ত রোড শো করে একটি সভায় অংশ নেওয়ার কথা ছিল বসিরহাটের সাংসদের৷ কিন্তু দীর্ঘক্ষণ ধরে রোড শো চলতে থাকায় কচুয়া পৌঁছনোর আগেই মেজাজ হারান নুসরত৷ রীতিমতো বিরক্তি প্রকাশ করে মাঝ রাস্তাতেই গাড়ি থেকে নেমে যান তিনি৷ গাড়ি থেকে নামার সময় দৃশ্যতই ক্ষুব্ধ নুসরতকে বলতে শোনা যায়, 'এক ঘণ্টা ধরে রোড শো করছি৷ মুখ্যমন্ত্রীর জন্যও আমি এত সময় দিই না৷'
সাংসদকে নেমে যেতে দেখে মিছিলে থাকা কয়েকজন তৃণমূলকর্মী তাঁকে বোঝানোর চেষ্টা করেন, আধ কিলোমিটার মতো রাস্তা গেলেই মিছিল শেষ হয়ে যাবে৷ যদিও, সেই অনুরোধও শোনেননি ক্ষুব্ধ নুসরত৷
রোড শো থেকেই ফিরে যাওয়ায় পরে জনসভাতেও যোগ দিতে পারেননি নুসরত৷ দলের প্রার্থী নারায়ণ গোস্বামী অবশ্য দাবি করেন, প্রচার চলাকালীন আচমকাই পায়ে চোট পেয়েছেন সাংসদ৷ সেই কারণেই ফিরে যেতে হয়েছে তাঁকে৷ জনসভায় সাংসদের বক্তব্য শুনতে না পেরে কিছুটা হতাশ হয়েই ফেরেন তৃণমূলের কর্মী- সমর্থকরা৷
Jiaul Alamনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।