হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পরিবারের সঙ্গে বেড়াতে না গিয়ে বাইক চেপে পুজো দেখাই কাল! দুর্ঘটনায় মৃত্যু যুবকের

পরিবারের সঙ্গে বেড়াতে না গিয়ে বাইক চেপে পুজো দেখাই কাল! দুর্ঘটনায় মৃত্যু যুবকের

মুহূর্তের আনন্দ বদলে গিয়েছে বিষাদে। নবমীর রাতে পুজো দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু অভিজ্ঞান বেরার। শোকে পাথর বাবা, মা-সহ আত্মীয় পরিজন।

  • Last Updated :
  • Share this:

#নন্দীগ্রাম: বিজয়ায় বিষাদের সুর নন্দীগ্রামে। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৩ বছরের যুবক। ছেলের মর্মান্তিক মৃত্যুতে বিষাদের ছায়া নন্দীগ্রামের রেয়াপাড়ার বেরা পরিবারে।

মুহূর্তের আনন্দ বদলে গিয়েছে বিষাদে। নবমীর রাতে পুজো দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু অভিজ্ঞান বেরার। শোকে পাথর বাবা, মা-সহ আত্মীয় পরিজন। পুজোর ছুটিতে বিশাখাপত্তনম বেড়াতে যাওয়ার সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন বাবা-মা। কিন্তু অভিজ্ঞান বন্ধুদের সঙ্গে পাড়ায় পুজো কাটাতে চেয়েছিলেন।

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছে আগুন! মণ্ডপ পুড়ে ছাই! কিচ্ছু হয়নি ঠাকুরের! সেখানেই চলছে মায়ের পুজো!

নবমীর গভীর রাতে পুজো দেখে বাড়ি ফেরার পথেই নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের রেয়াপাড়ার হাসপাতাল মোড়ে বাইক দুর্ঘটনায় কবলে পড়েন অভিজ্ঞান। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মর্মান্তিক! নবমীর দুপুরে গন্তব্য ছিল দিঘা, একটা দুর্ঘটনায় সব শেষ...

অভিজ্ঞানের বাবা, মা এবং বোন ভুবনেশ্বর পৌঁছে বাইক দুর্ঘটনার সংবাদ পান। ফিরে এসে দশমীর দুপুরে নন্দীগ্রামের রেয়াপাড়ায় ছেলের দেহ দেখতে পান। মৃত যুবকেের বাবা শুভাশিস বেরা নন্দীগ্রামের একটি স্কুলে শিক্ষকতা করেন। অভিজ্ঞান দুর্গাপুরে পড়াশোনা করতেন।

Published by:Teesta Barman
First published:

Tags: Bike Accident, Nandigram