হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রেলে কাটা পড়ে মৃত্যু প্রাথমিক টেট ২০১৭-র আন্দোলনকারী রাজুর

রেলে কাটা পড়ে মৃত্যু প্রাথমিক টেট ২০১৭-র আন্দোলনকারী রাজুর

বনগাঁ-শিয়ালদহ শাখার চাঁদপাড়া ঠাকুরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় শুক্রবার সন্ধ্যায় রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবকের

  • Last Updated :
  • Share this:

#বনগাঁ: রেলে কাটা পড়ে মৃত্যু প্রাথমিক টেট ২০১৭-র আন্দোলনকারী রাজু গাজীর। বনগাঁ-শিয়ালদহ শাখার চাঁদপাড়া ঠাকুরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় শুক্রবার সন্ধ্যায় রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবকের । বনগাঁ স্টেশনের জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বনগাঁ মহকুমা হাসপাতালে ।

জানা যায় প্রাথমিক টেট ২০১৭-র আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাজু গাজী। বাড়ি উত্তর ২৪ পরগনা বাদুরিয়া দক্ষিণ চাত্রায়। রাজু গাজীর বাবা ইসমাইল গাজী জানান, '' রাজু গতকাল বাড়ি থেকে বনগাঁ যাবে বলে বেরিয়েছিল। রাজুকে ফোন করলে জিআরপি থানার পক্ষ থেকে ফোন ধরা হয়, বলে থানায় এসে যোগাযোগ করতে।''

পরিবারের সদস্যরা জিআরপি থানায় এসে জানতে পারেন রেলে কাটা পরে মৃত্যু হয়েছে রাজু গাজীর। মৃতর বাবা জানান, '' ১ নম্বরের জন্য আমার ছেলে পাস করতে পারেনি । ও টেট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল।'' রাজুর পরিবারের সদস্যের দাবি, '' রাজু খুব ভাল ছাত্র ছিল । টেট পাস করতে না পারার পর থেকেই মনমরা হয়ে থাকত । শেষের দিকে কথা কম বলত । ''

অনিরুদ্ধ কির্তনীয়া
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Rail Accident